You will be redirected to an external website

কোরিয়ানদের মতো জেল্লা পেতে ভরসা রাখতে পারেন ৩ পানীয়ে

কোরিয়ানদের-মতো-জেল্লা-পেতে-ভরসা-রাখতে-পারেন-৩-পানীয়ে

কোরিয়ানদের মতো জেল্লাদার ত্বক কী ভাবে পাবেন

কোরিয়ার তারকাদের গুণে যেমন মুগ্ধ অনেকে, তেমন তাঁদের ত্বকের জেল্লাও মন কেড়েছে অধিকাংশের। কোরিয়ার মহিলা হোক কিংবা পুরুষ, সকলেরই চেহারা দেখলে মনে হয়, যেন আলোর ছটা বেরোচ্ছে। কাচের মতো মসৃণ ত্বকে দাগের ছিটেফোঁটাও নেই। ‘মাই লভ ফ্রম দ্য স্টার’-এর কিম সো হান, জুন জ়ি হানই হোন কিংবা ‘কিল মি হিল মি’ ছবির জ়ি সাং— কোরিয়ান অভিনেতা-অভিনেত্রীদের কোমল ও জেল্লাদার ত্বকের রহস্য কী জানেন? কোরিয়ানরা বাজারচলতি প্রসাধনীর তুলনায় ঘরোয়া উপাদানগুলিকে অনেক বেশি গুরুত্ব দেন। কোরিয়ানদের মতো জেল্লাদার ত্বক কী ভাবে পাবেন, রইল তার হদিস। 

ফার্মেন্টেড রাইস ওয়াইন:

ফার্মেন্টেড রাইস ওয়াটারের মধ্যে রয়েছে ভিটামিন বি এবং অ্যামিনো অ্যাসিড। এই পানীয়টি ত্বকের জেল্লা বাড়িয়ে তোলার পাশাপাশি র‌্যাশ, ব্রণ, ব্ল্যাকহেড্‌স এবং হোয়াইট হেড্‌স মতো সমস্যাগুলি ভিতর থেকে নিরাময় করতে সাহায্য করে।

৩) কোরিয়ান গ্রিন টি:

এই চায়ের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। সূর্যের অতিবেগনি রশ্মি থেকে যে ত্বকে ধরনের ক্ষতি হতে পারে তা রুখে দেয় গ্রিন টি।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Homemade-Night-Cream:স্কিন-ইনফেকশন-থেকে-বাঁচুন;-বাড়িতেই-বানান-এই-অব্যর্থ-নাইট-ক্রিম Read Next

Homemade Night Cream:স্কিন ইনফেকশন থে...