বর্ষায় কী ভাবে করবেন গাছের যত্নআত্তি
বারান্দার রেলিং জড়িয়ে যদি বেড়ে ওঠে সবুজ গাছগাছালি? তা হলে তো মন আরও ভরে যায়। এমন অনেক গাছ আছে, যেগুলি বৃষ্টির জলে বেড়ে ওঠে তরতরিয়ে। তবে বর্ষায় সে সব গাছের যত্নের একটু ত্রুটি হলেই মুশকিল। সাধের বাগান ধ্বংস হতে বেশি সময় লাগবে না।
1. বৃষ্টি পড়ার কোনও নির্দিষ্ট সময় নেই। বর্ষাকাল মানেই গাছে জল দেওয়া বন্ধ করবেন না। রোজের মতো বা নিয়ম মেনে জল দেওয়া জরুরি। কিন্তু তার পাশাপাশি খেয়াল রাখতে হবে, বৃষ্টির জল ও বাইরে থেকে দেওয়া জল— দুইয়ে মিলে জল যেন গাছের গোড়ায় বেশি জল না হয়ে যায়।
2. বর্ষার মরসুমে টবে বীজ কিংবা গাছ পোঁতার সময়ে নিকাশির দিকে খেয়াল রাখা ভীষণ জরুরি। মাটিতে যেন জল দাঁড়ালেই গাছের শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে।
3. আগাছা কাটার পাশাপাশি কীটপতঙ্গ থেকেও রেহাই দিতে হবে গাছকে। গাছের বৃদ্ধির জন্য অনেক সময়েই তারা অন্তরায় হয়ে দাঁড়ায়। এই মরসুমে নিয়মিত প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করতে হবে।