রূপচর্চায় কলা দারুণ কার্যকরী
কলার রয়েছে বহুমুখী ব্যবহার। বিশেষ করে রূপচর্চায় কলা দারুণ কার্যকরী। ত্বকের যত্নে তো বটেই, চুলের পরিচর্যাতেও কলা অনায়াসে ব্যবহার করতে পারেন। কলায় রয়েছে নানা ধরনের উপকারী উপাদান। যেগুলি চুল লম্বা করতে সাহায্য করে। চুল ঝরার সমস্যায় নাজেহাল অনেকেই। চুল পড়ার সমস্যার সমাধান পেতে ভরসা রাখতে পারেন কলার উপর। কলাতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো উপাদান, যা চুল পড়ার পরিমাণ কমায়। চুলের যত্নে কী ভাবে ব্যবহার করবেন কলা?
কলা এবং দই
চুলের যত্নে এই দু’টি উপাদান খুবই উপকারী। বিশেষ করে চুল মসৃণ করতে এই প্যাকটি ব্যবহার করতে পারেন। একটি বাটিতে দু’টো পাকা কলা, দই একসঙ্গে মিশিয়ে নিন। তার পর মিশ্রণটি চুলের গোড়ায় লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন এটি ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।
কলা এবং মধু
চুলের সমস্যা দূর করতে কলা উপকারী। তবে সঙ্গে যদি জুটি বাঁধে মধু, তা হলে নিমেষে সুন্দর হবে চুল। মাথার ত্বকের শুষ্কতা দূর করতেও ব্যবহার করতে পারেন এই প্যাকটি। পাকা কলা মিহি করে চটকে নিয়ে তার সঙ্গে মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। পরিবর্তন বুঝতে পারবেন কয়েক দিনেই।