জেল্লা ফেরাতে কী ভাবে ব্যবহার করবেন চকোলেট?
চকোলেট ডে উপলক্ষে রাতে প্রিয়জনের রেস্তঁরায় খেতে যাবেন। এ দিকে মুখের যা অবস্থা তাতে এক বার সালোঁয় না গেলেই নয়। কিন্তু হাতে এত সময় নেই। চট করে ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে কিন্তু চকোলেট মাস্ক কিংবা এক্সফোলিয়েটের জুড়ি মেলা ভার। তবে প্রিয়জনের থেকে পাওয়া চকোলেট গলিয়ে মুখে মেখে নিলে কিন্তু কোনও কাজ হবে না। বরং বড়দিনে কেক তৈরি করার জন্য যে কোকো পাউডার কিনেছিলেন, সেই উপাদানটিই কাজে লাগান।
১) চকোলেট ফেসমাস্ক
মুখে চটজলদি জেল্লা আনতে কোকো পাউডার দিয়ে বানিয়ে ফেলুন একটি মাস্ক। তার সঙ্গে মিশিয়ে নিন মধু এবং টক দই। এ বার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে এই মাস্কটি মেখে ফেলুন। মিনিট ১৫ পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
২) চকোলেট বডি স্ক্রাব
ওয়াক্স করার কয়েক দিন পরই গায়ের সেই মসৃণ ভাব একেবারে উবে গিয়েছে। স্নানের পর পুরু করে ময়েশ্চারাইজ়ার মেখেও লাভ হচ্ছে না। উল্টে রোমকূপের গোড়ায় ধুলো-ময়লা জমছে। ত্বকের এই মসৃণ ভাব ফিরিয়ে আনতেও কিন্তু স্ক্রাব হিসাবে কোকো পাউডার ব্যবহার করা যায়। তার জন্য কী করতে হবে? একটি পাত্রে কোকো পাউডার, ব্রাউন সুগার এবং নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। তার পর ভেজা গায়ে এই মিশ্রণ মেখে, হালকা হাতে ঘষতে থাকুন।