কেমন যাবে আজকের দিন
আজ, মঙ্গলবার ৮ নভেম্বর, মেষ রাশিতে মঙ্গলের উপস্থিতির পাশাপাশি আজ দিনরাত চন্দ্রের গতিশীলতা ঘটতে চলেছে। অন্যদিকে আজ ভরণী নক্ষত্র কার্যকর হবে। জ্যোতিষীদের হিসেব বলছে আজ ভরণী নক্ষত্রে সূর্যোদয়ের পাশাপাশি চন্দ্রগ্রহণও রয়েছে। আজ কার্তিক পূর্ণিমা,পাশাপাশি আজ গুরু নানক জয়ন্তী।
মেষ:
নিজের প্রতি সৎ থাকতে হবে, যে কোনও পরিস্থিতি তাতে মোকাবিলা করা সহজ হবে। অন্যের জন্য নিজের ইচ্ছা বিসর্জন দেওয়া ঠিক হবে না।
বৃষ:
বন্ধুর ভুলের দায় নেওয়ার আগে একবার পরিণতি বিবেচনা করে দেখতে হবে। নিজের চুলের কায়দা বা চেহারায় পরিবর্তন আনা যেতেই পারে।
কর্কট:
নিজের সৃজনশীল ধারণা বাস্তবায়ন এবং চিন্তাভাবনা প্রসারণের আদর্শ সময়। বৌদ্ধিক সাধনা বা বৃত্তিমূলক প্রশিক্ষণে যুক্ত হলে আগামীতে ভাল ফল হবে।
সিংহ:
বছর চল্লিশের কোনও মহিলারা দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা। জল সংক্রান্ত দুর্ঘটনার সম্ভাবনা, সাবধান।
কন্যা:
নিজের ভিতরের আবেগ, অনুভূতি প্রকাশ পেতে পারে। ভয় পাওয়ার কিছু নেই। উদ্বেগ থেকে মুক্তি পেতে আধ্যাত্মিক চিন্তা করা দরকার।
তুলা:
অতিরিক্ত পরিশ্রম করার পর আশানুরূপ ফল নাও হতে পারে। তবে হতাশ হলে চলবে না। অধ্যবসায় বজায় রাখতে হবে।
বৃশ্চিক :
নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। বড় কোনও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। মানসিক উদ্বেগের প্রভাব শরীরেও পড়তে পারে।
ধনু:
ইতিবাচকতাই প্রধান শক্তি হয়ে উঠবে। নতুন কার্যকরী পরিকল্পনা ভবিষ্যতে লাভদায়ক হবে।
মকর:
মানসিকতায় আরও নমনীয়তা দরকার, অন্যথায় বাড়িতে বা কর্মক্ষেত্রে উত্তেজনা তৈরি হতে পারে। অন্যের কথা শুনতে হবে।
কুম্ভ:
দীর্ঘদিন পাশে থাকা কোনও মানুষ হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। জল খাওয়ার পরিমাণ বাড়ানো দরকার।
মীন:
অন্যের জন্য নিজের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। ব্যক্তিগত এবং পেশাদারিত্বের ক্ষেত্রে কী ঘটছে তা জানতে অনেকেই আগ্রহী। এ সব উপেক্ষা করাই ভাল।