You will be redirected to an external website

Monsoon Fashion Tips: বৃষ্টির এই মরশুমে চাই স্পেশাল ফ্যাশন, রইল ৫ টিপস

Monsoon-Fashion-Tips:-বৃষ্টির-এই-মরশুমে-চাই-স্পেশাল-ফ্যাশন,-রইল-৫-টিপস

বৃষ্টির এই মরশুমে চাই স্পেশাল ফ্যাশন

তৈরি করে ফেলতে হবে মনসুন স্পেশাল স্টাইল স্টেটমেন্ট। যাতে এই বর্ষার মরশুমেও আপনার থেকে কারও চোখ না সরে।

বৃষ্টির এই সময় শর্টস, স্কার্ট বা হাঁটু পর্যন্ত লম্বা পোশাক পরুন। এতে জামাকাপড়ে কাদা লাগার সম্ভাবনা কমবে। জিনস, ট্রাউজার, পালাজো বা ম্যাক্সি ড্রেস এড়িয়ে চলুন।

বর্ষায় ডেনিম বা সিল্কের পোশাক পরার চেষ্টা করুন। এতে পোশাক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বর্ষাকালে কখনই গাঢ় রঙের পোশাক পরা উচিত নয়। তা চোখে লাগে বেশি। চেষ্টা করুন এই সময় হালকা রঙের পোশাক পরতে। সাদার সঙ্গে নীলের হালকা কোনও শেড, হলুদ, সবুজের মতো রঙের পোশাক পরতে পারেন। গাঢ় গোলাপির মতো ডার্ক শেড এড়িয়ে চলুন।

বর্ষাকালে স্টিলেটো নৈব নৈব চ। জেলি শু, ফ্লিপ-ফ্লপের মতো জুতো বর্ষাকালে সবচেয়ে বেশি উপযোগী। ভেলভেটের জুতোও পরবেন না। এতে পা ভিজে থাকে। ফলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।এই সময়ে হ্যান্ডব্যাগ সবাই এড়িয়ে চলে। একে তো বৃষ্টি। তার উপর একটা অতিরিক্ত জিনিস নিয়ে কে আর বোঝা বাড়াতে চায়? কিন্তু টুকটাক জিনিস নিয়ে যেতে তো একটা ব্যাগ চাই। সেটা যেন হয় স্টাইলিশ। টোটে ব্যাগ এই সময় খুব উপকারী। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Monsoon-Health-Tips:-বর্ষা-এলেই-বাড়ে-পেট-খারাপ,-ডেঙ্গুর-প্রকোপ Read Next

Monsoon Health Tips: বর্ষা এলেই বাড়ে ...