You will be redirected to an external website

Sleeping In AC: রোজ রাতে এসিতে ঘুমনো অভ্যেস হলে বড়সর বিপদ দেখা দিতে পারে স্বাস্থ্যে!

Sleeping-In-AC:-রোজ-রাতে-এসিতে-ঘুমনো-অভ্যেস-হলে-বড়সর-বিপদ-দেখা-দিতে-পারে-স্বাস্থ্যে!

এসিতে ঘুমনো অভ্যেস হলে বড়সর বিপদ দেখা দিতে পারে স্বাস্থ্যে!

ভ্য়াপসা গরম আর প্রচণ্ড তাপে নাজেহাল অবস্থা। রাস্তায় বের হতে না হতেই নাভিশ্বাস উঠছে সকলের। রাতে এসি না চালালে ঘুম আসছে না প্রবীণ থেকে একরত্তি শিশুর। ফলে সারারাত এসি চালিয়ে, দেদার পাখা চালিয়ে, ঘর ঠাণ্ডা করে গভীর নিদ্রায় ডুব দিচ্ছেন প্রায় অধিকাংশ। এসি চালানোর অনেক সুবিধা রয়েছে, তেমনি আছে অসুবিধাও। সারারাত এসিতে ঘুমনোর নেশায় অভ্য়স্ত হয়ে পড়েছেন বহু মানুষ। জীবনে একটু স্বস্তি আনতে এসি র বাজারও বেশ গরম। কিন্তু এই স্বস্তিই অনেকসময় অস্বস্তিতে পড়তে হয়। দিনের বেলায় ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেলেও রাতের বাতাসও বেশ গরম থাকছে। রাতের ঘুম নিশ্চিত করতে এয়ার কন্ডিশনারই ভরসা।

শ্বাসকষ্ট

এসি যে ঘরে একটানা চলে, সেই ঘরের আর্দ্রতার মাত্রা অনেকটাই কমে যায়। যার ফলে সেই ঘরের বাতাস শুষ্ক হয়ে যায়। এই শুকনো বাতাস শ্বাসযন্ত্রের উপর প্রভাব ফেলে অনেকটাই। বিশেষ করে যাদের আগে থেকেই অ্যাজমা বা অ্যালার্জির মতো সমস্যা রয়েছে তাদের জন্য এই সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে। 

ত্বকের সমস্যা

এসির ঠাণ্ডা ও শুষ্ক বাতাসও ত্বকের আর্দ্রতা কমে গিয়ে শুষ্ক হয়ে যায়। তাতে ত্বকের নানারকম সমস্যা তৈরি হতে পারে।যেমন, চুলকানি, ফোলাভাব ও ডিহাইড্রেশনের সমস্যা বৃদ্ধি হয়। দীর্ঘক্ষণ ধরে এসি-তে ঘুমালে ত্বকের স্বাভাবিক জেল্লা হারিয়ে ফেলতে পারে। এছাড়া আরও নানা সমস্যা দেখা যেতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা

একটানা এসি-তে থাকার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রভাবিত হয়। এসির ঠাণ্ডা আবহাওয়া থাকার ফলে শরীর বাহ্যিক তাপমাত্রার পরিবর্তনের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে। তাতে বার বার সর্দি, কাশির মতো সমস্যাও দেখা যায়। এছাড়া এসির ফিল্টারে জমে থাকা ময়লা, ধুলো ও ব্যাকটেরিয়া থেকে সংক্রমণেরও সম্ভাবনা দেখা যায়।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Juice-Side-Effects:-প্যাকেটজাত-জুস-স্বাস্থ্যের-জন্য-বিপজ্জনক!-সতর্কবার্তা-ICMR-এর Read Next

Juice Side Effects: প্যাকেটজাত জুস স...