You will be redirected to an external website

Tips to store perfumes:সুগন্ধির বোতল কোথায় রাখলে সুবাস টিকবে বেশি দিন?

Tips-to-store-perfumes:সুগন্ধির-বোতল-কোথায়-রাখলে-সুবাস-টিকবে-বেশি-দিন?

কী করলে দীর্ঘ দিন টিকে থাকবে পারফিউমের সুবাস

পারফিউম ছাড়া কি আর সাজগোজ সম্পূর্ণ হয়? অনেকেই বাড়িতে পারফিউমের সম্ভার রাখতে ভালবাসেন। নানা দেশের নানা সুগন্ধিতে আলমারি ভরা থাকে অনেকেরই। বিয়েবাড়ির জন্য আলাদা, অফিসের জন্য আলাদা, আবার প্রিয়জনের সঙ্গে ডেটে যাওয়ার জন্যও রয়েছে ভিন্ন সুগন্ধি! নামী-দামি সুগন্ধি কিনলেও বেশ কিছু দিনের মধ্যে দেখা যায় সুগন্ধির গন্ধ আর আগের মতো নেই। বেশ হালকা হয়ে গিয়েছে। সুগন্ধি রাখার ভুলেই কিন্তু এমনটা হয়। কী কী করলে দীর্ঘ দিন টিকে থাকবে পারফিউমের সুবাস?

১) বাথরুমে পারফিউম নয়: অনেকের অভ্যাস থাকে স্নানের পর সুগন্ধি ব্যবহার করে তার পরেই পোশাক পরার। এর জন্য সুগন্ধির বোতলটা রাখা থাকে স্নানঘরেই। তবে এই অভ্যাস এখনই বদলান। স্নানঘরের আর্দ্র পরিবেশে সুগন্ধি রাখলে গন্ধ মোটেই টিকবে না।

২) মেয়াদের শুরুটা যখন হয়: যত দিন আপনি পারফিউমের বোতলের সিল খুলছেন না, তত দিন জিনিসটির মেয়াদ শুরু হয় না। যদি কোনও বিশেষ অনুষ্ঠানের জন্য কোনও বিশেষ পারফিউম কেনা থাকে, তবে আগেই সেই পারফিউমের সিল খুলবেন না। যে দিন ব্যবহার করার কথা, সে দিনই সিল খুলুন।

৩) ঢাকনা খোলা রাখা: দেরি হচ্ছে বলে কোনও রকমে পারফিউমটি স্প্রে করে বোতলের ঢাকনা খোলা রেখেই বেরিয়ে পড়ি আমরা। আর তাতেই হয় সমস্যা। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সুগন্ধির সুবাস কমে যায়। তাই এই বিষয়টি নিয়ে সচেতন থাকুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

maintain-silver-jewelry:রুপোর-গয়নায়-কালো-ছোপ-পড়ে-গিয়েছে?চটজলদি-দাগ-তুলবেন-কী-ভাবে? Read Next

maintain silver jewelry:রুপোর গয়নায় কাল...