You will be redirected to an external website

Health Benefits: এই গরমে রোজ পাতে টক ডাল! রইল সহজ রেসিপি…

Health-Benefits:-এই-গরমে-রোজ-পাতে-টক-ডাল!-রইল-সহজ-রেসিপি…

এই গরমে রোজ পাতে টক ডাল না থাকলে কিন্তু মহা বিপদ

যদিও বাজারে পাকা আম বিক্রি শুরু হতে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। তবে বাজারে উপচে পড়ছে কাঁচা আম। অনেকেই এই সময় কাঁচা আমের আচার, চাটনি তৈরি করেন। আর যেটা তৈরি হয় প্রত্যেক বাঙালি বাড়িতে, তা হল টক ডাল। এই টক ডাল তৈরি হয় কাঁচা আম দিয়েই। কাঁচা আমের টক স্বাদের জন্যই ডালের নামও তাই। মুসুর ডাল এবং কাঁচা আম দিয়ে তৈরি ডাল খেলে সারাটা দিন ফুরফুরে থাকবে শরীর। কাঁচা আম শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শরীরটাকে শীতল করে তোলে।

প্রথমেই জেনে নিন টক ডাল তৈরি করতে কী-কী উপকরণ দরকার। কাঁচা আম, মুসুর ডাল, পাঁচ ফোঁড়ন, হলুদ, শুকনো লঙ্কা, সরষের তেল, স্বাদ মতো নুন-চিনি, লেবুটা কিন্তু দিতে চাইলে দিতে পারেন। গরমে বাজারে যেতে না চাইলে অনলাইন শপিং অ্যাপ্লিকেশনের সাহায্যেও আনিয়ে নিতে পারেন উপকরণগুলি।

কীভাবে তৈরি করবেন টক ডাল? কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিন। লম্বা-লম্বা করে কাটুন। নুন-হলুদ মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। মুসুর ডালে জল দিয়ে ফুটিয়ে নিন। একটি কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে পাঁচ ফোঁড়ন দিন। নুন-হলুদ মাখানো কাঁচা আমের টুকরোগুলো দিয়ে একটু নাড়ুন। সিদ্ধ মুসুর ডালটাকে দিয়ে দিন জল সমেত। খানিক নেড়ে ঢাকা দিন। গ্যাস হাল্কা আঁচে রাখুন। তারপর ঢাকা সরিয়ে একটু জল দিন। ৫-১০ মিনিট ফুটতে দিন চাপা দিয়ে। আপনার টক ডাল তৈরি। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Vitamin-C-Fruits:-এই-গরমে-দেহে-ভিটামিন-সি-এর-ঘাটতি-মেটাতে-কোন-ফল-খাবেন? Read Next

Vitamin C Fruits: এই গরমে দেহে ভিটা�...

Related News