You will be redirected to an external website

ষষ্ঠীর প্যান্ডেল হপিং এর আগেই ব্রণ সারান এই ঘরোয়া টোটকায়

ষষ্ঠীর-প্যান্ডেল-হপিং-এর-আগেই-ব্রণ-সারান-এই-ঘরোয়া-টোটকায়

সারা রাত রেখে দিলেই সকালে উধাও হবে ব্রণ

প্যান্ডেল হপিং এ বেরনোর আগে মুখে যদি হঠাৎ করে একটা ব্রণ দেখা দেয় তাহলে কার আর ভাল লাগে। সুন্দর সাজুগুজু করে মুখে যদি একটাও ব্রণ থাকে তাহলেও দেখতে মোটেই ভাল লাগে না। দেখে দেখে অনুষ্ঠান বাড়ির আগেই এই ব্রণর সমস্যা সবচেয়ে বেশি হয়। পুজো আসবে আর ব্রণ হবে না এমনটা ভাবাই যায় না।  এর জন্য অবশ্য দায়ী আবহাওয়ার পরিবর্তন, কিছু ক্ষেত্রে হরমোনও । হঠাৎ গরম, হঠাৎ ঠাণ্ডায় সমস্যা বাড়ে। পুজোর আগে সকলেই ফেসিয়াল করান। সঙ্গে টুকটাক মেকআপ তো থাকবেই। আর ব্রণ মুখে গজালে তখন মেকআপ করতেও অসুবিধে হয়। এরকম পরিস্থিতিতে ব্রণ শুকোতে সময় লেগে যায় বেশ কয়েকদিন। 

ব্যথা কমাতে অ্যাসপিরিন যতটা ভালো, ঠিক ততটাই ভালো ব্রণ কমানোর ক্ষেত্রে। অ্যাসপিরিনে স্যালিসাইলিক অ্যাসিড থাকে যা ব্রণর ব্যথা আর লালচেভাব দ্রুত কমাতে পারে। একটা অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে তাতে একটু জল মিশিয়ে পেস্ট বানান। সেই পেস্ট ব্রণর উপরে লাগিয়ে সারা রাত রেখে দিলেই সকালে উধাও হবে ব্রণ।

টি-ট্রি অয়েলও কিন্তু খুব ভাল কাজ করে। যে কোনও ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করতে এই তেল খুবই কার্যকরী।  আবার অ্যালোভেরা জেলের সঙ্গেও টি ট্রি অয়েল মিশিয়ে লাগাতে পারেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

পর্যটক-টানার-হিড়িক!-দুর্যোগ-কাটিয়ে-ফের-সাজছে-হিমাচল Read Next

পর্যটক টানার হিড়িক! দুর...