You will be redirected to an external website

Bengali Style Recipe:ফিশ ফ্রাই নয়, নববর্ষের মেনুতে আম সর্ষে ভেটকি দিয়েই হোক ভূরিভোজ

Bengali-Style-Recipe:ফিশ-ফ্রাই-নয়,-নববর্ষের-মেনুতে-আম-সর্ষে-ভেটকি-দিয়েই-হোক-ভূরিভোজ

নববর্ষের মেনুতে আম সর্ষে ভেটকি দিয়েই হোক ভূরিভোজ

সামনেই তো নববর্ষ সেদিন বাড়িতে কি বিশেষ কোনও অতিথি আসছেন? বা নিজেরাই একটু নতুন ধরনের কিছু খেতে চাইছে? তাহলে ভেটকি পাতুরি বা ফিশ ফ্রাই বানাবেন না। বরং তার বদলে বানিয়ে নিন অন্য কিছু। কী? আম সর্ষে ভেটকি বানাতে পারেন এদিন।গরম ভাতের সঙ্গে এই নতুন রেসিপি একেবারে জমে যাবে। কী করে বানাবেন...

উপকরণ:

এই রান্না করতে গেলে আপনার লাগবে ৫০০ গ্রাম ভেটকি মাছ। মাছটাকে চাকা চাকা করে কেটে নিন। এছাড়া লাগবে কালো সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা বাটা। এগুলো পুরোটা মিলিয়ে ৫ টেবিল চামচ লাগবে। সঙ্গে লাগবে কাঁচা আম বাটা। এটা ৩-৪ চামচ মতো নেবেন। ২ চামচ টকদই। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো এক চামচ এবং ৩-৪টি কাঁচালঙ্কা লাগবে।

পদ্ধতি:

সবার আগে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করুন। এবার কড়াইতে তেল দিন। তেল গরম হলে মাছগুলো তাতে দিয়ে ভেজে নিন। এবার সেই তেলে সর্ষে বাটার মিশ্রণ দিয়ে দিন। হালকা নাড়াচাড়া করুন। এবার একে একে দিয়ে দিন দই, নুন, হলুদ গুঁড়ো। এবার এই সব মশলা ভালো করে কষিয়ে নিন। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে আম বাটা দিয়ে দিন। এবার ভালো করে মিশিয়ে তাতে অল্প গরম জল দিন। মিশিয়ে দিন পুরোটা ভালো করে। এবার ঝোল ফুটে উঠলে তাতে মাছগুলো দিয়ে দিন। এবার কিছুক্ষণ ফুটিয়ে তাতে কাঁচালঙ্কা ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Cholesterol-Reducing-Vegetables:-কোলেস্টেরল-কমাতে-আর-ওষুধ-নয়,-ভরসা-রাখুন-সবজিতে Read Next

Cholesterol Reducing Vegetables: কোলেস্টেরল ...