You will be redirected to an external website

শরীর চাঙ্গা রাখতে চায়ে চিনির বদলে গুড় মিশিয়ে খাওয়া কি স্বাস্থ্যকর?

শরীর-চাঙ্গা-রাখতে-চায়ে-চিনির-বদলে-গুড়-মিশিয়ে-খাওয়া--কি-স্বাস্থ্যকর?

চায়ে চিনির বদলে গুড় মিশিয়ে খাওয়া কি স্বাস্থ্যকর?

রোজ চিনি খাওয়ার অভ্যাস কিন্তু শরীরে নানা রকম জটিলতা তৈরি করছে। ওবেসিটি থেকে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে অত্যধিক চিনি খাওয়ার অভ্যাসের কারণে। চিনির বদলে চায়ে দিতে পারেন গুড়। 

স্বাস্থ্যের যত্ন নিতে গুড়ের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। আয়রন, ভিটামিন সি, প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ গুড়। দীর্ঘ দিন সুস্থ থাকতে এই উপাদানগুলি শরীরে পর্যাপ্ত পরিমাণে যাওয়া দরকার। গুড় সেই প্রয়োজন পূরণ করে। 

জেনে নিন গুড় খেলে শরীরের কী কী উপকার হয়?

১) গুড় শরীরে গেলে পেটের ভিতর হজমে সাহায্যকারী ব্যাক্টেরিয়াগুলি সক্রিয় হয়ে ওঠে। ফলে যাঁরা সারা বছর হজমের সমস্যায় ভোগেন তাঁদের ক্ষেত্রে গুড় খাওয়া বেশ উপকারী।

২) নিয়ন্ত্রিত মাত্রায় প্রতি দিন গুড় খেলে রক্তনালিকার মুখগুলি উন্মুক্ত হয়, ফলে শরীরে রক্ত সঞ্চানলের মাত্রা বাড়ে।

৩) গুড়ে ভরপুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। এই সব অ্যান্টি-অক্সিড্যান্ট শরীর থেকে টক্সিন পদার্থ বার করে দেয়। ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, সংক্রমণের ঝুঁকি কমে।

৪) মাইগ্রেনের সমস্যায় প্রায়ই ভুগতে হয়? নিয়ম করে গুড় খেলে মাইগ্রেনের সমস্যা থেকে রেহাই পেতে পারেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Yoga-Benefits:-ফেশিয়াল-না-করেও-৩-যোগাসনে-ত্বকে-আসবে-উৎসবের-জেল্লা Read Next

Yoga Benefits: ফেশিয়াল না করেও ৩ য...