You will be redirected to an external website

Home Decor Tips: অন্দরসজ্জায় শৌখিন ছোঁয়া আনতে ঘরের কোন জায়গায় কোন ধরনের ল্যাম্পশেড রাখবেন?

অন্য রকম ভাবে ঘর সাজাতে ল্যাম্পশেড ব্যবহার করলেই যথেষ্ট

একটু অন্য রকম ভাবে ঘর সাজাতে ল্যাম্পশেড ব্যবহার করলেই যথেষ্ট। ল্যাম্পশেডের মায়াবি আলোয় আলাদা একটা সৌন্দর্যে ভরে ওঠে ঘর। ঘরে তো বটেই, বসার ঘরেও ল্যাম্পশেড রাখেন অনেকে। আলো-আঁধারি পরিবেশে মনও ভরে ওঠে। তবে ইদানীং ল্যাম্পশেডের নকশা নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। তাই সব ধরনের ল্যাম্পশেড কিন্তু ঘরের সব জায়গায় মানাবে না।

বসার ঘরটি কি বেশ বড়সড়? তা হলে একের বদলে একাধিক ল্যাম্পশেড রাখতে পারেন। বসার ঘরের ল্যাম্পশেডের নকশা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। বেতের ল্যাম্পশেড রাখতে পারেন। যদি বসার ঘরে তাক কিংবা কোনও ক্যাবিনেট থাকে, তার উপর ল্যাম্পশেড রাখতে পারেন। বসার ঘরে লম্বা ঝুলের ল্যাম্পশেডও কিন্তু ভাল লাগবে। 

ঘরের মধ্যে তো বটেই, ইদানীং বারান্দাতেও ল্যাম্পশেড রাখেন অনেকে। বেতের গোল সিলিং ল্যাম্পশেড পাওয়া যায়, বারান্দায় সেগুলি রাখতে পারে। বারান্দার ল্যাম্পশেডের ক্ষেত্রে উজ্জ্বল বা রঙিন আলো ব্যবহার করতে পারেন।

ঘর যখন সাজাচ্ছেন খাবার ঘরটিই বা বাদ যাবে কেন? খাবার ঘরের সাজে নতুনত্ব আনতে ল্যাম্পশেড ব্যবহার করতে পারেন। তবে খাবার ঘরে যদি একাধিক ল্যাম্প শেড রাখতে চান, তা হলে সবগুলির আকার এবং নকশা যেন একই রকম হয়। খাবার সময় চারিদিক আলোয় ভরে থাকলে মন্দ হবে না। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

পুজোয়-আড্ডার-সঙ্গে-জমে-যাবে-কাসুন্দি-ফিশ-টিক্কা!-কী-ভাবে-বানাবেন-কাসুন্দি-ফিশ-টিক্কা Read Next

পুজোয় আড্ডার সঙ্গে জমে য...