You will be redirected to an external website

Natural Exfoliators: এই ৫ উপাদান হেঁশেলে থাকলে আর কেনার প্রয়োজন নেই এক্সফোলিয়েটর

Natural-Exfoliators:-এই-৫-উপাদান-হেঁশেলে-থাকলে-আর-কেনার-প্রয়োজন-নেই-এক্সফোলিয়েটর

শীতকালে ত্বকের জেল্লা বজায় রাখা বেশ কঠিন

শীতকালে ত্বকের জেল্লা বজায় রাখা বেশ কঠিন। শীতে যেহেতু ত্বক শুকিয়ে যায়, ত্বকের উপরিভাগে মৃত কোষের স্তর জমতে থাকে। এই অবস্থায় শুধু কোল্ড ক্রিমই যথেষ্ট নয়। ত্বকের যত্ন নিতে গেলে আপনাকে নিয়মিত ত্বক এক্সফোলিয়েট করতে হবে। আজকাল ত্বক এক্সফোলিয়েট করতে বিভিন্ন স্ক্রাবকে বেছে নেওয়া হয়। কিন্তু স্ক্রাব ত্বকের উপর চাপ সৃষ্টি করতে পারে। তাছাড়া রাসায়নিক পণ্য দিয়ে তৈরি স্ক্রাব ত্বকে সেরা ফল নাও দিতে পারে। 

বেকিং সোডা: আন্ডারআর্ম‌সের কালো ছোপ, দাঁতের হলেদেটে ভাব দূর করতে বেকিং সোডা দারুণ কার্যকর। একইভাবে, এই উপাদান ত্বকের উপর দুর্দান্ত এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। বেকিং সোডা দিয়ে মুখ পরিষ্কার করলে, ত্বকে সতেজতা ভাব আসবে।

চিনি: বাজারচলতি স্ক্রাব ছেড়ে চিনি দিয়ে ত্বক এক্সফোলিয়েট করুন। চিনি আখের রস থেকে তৈরি হয়, যা মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে। এটি ত্বকের জন্য উপকারী। চিনি দিয়ে ত্বকের উপর সার্কুলার মোশনে স্ক্রাব করলে রক্ত সঞ্চালন উন্নত হবে।

ওটমিল: ব্রেকফাস্টে ওটস খান? সেটা দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। এই প্রাকৃতিক এক্সফোলিয়েটর ত্বকের উপর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে, যা ত্বকের সমস্যা। পাশাপাশি এটি ত্বককে আর্দ্রতাও প্রদান করে। সংবেদনশীল ত্বকে ওটসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকের উপর ব্যবহার করুন। এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মৃত কোষের স্তর পরিষ্কার হয়ে যাবে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

২০-মিনিটেই-বানিয়ে-ফেলুন-চকো-ফাজ-ব্রাউনি,-রইল-রেসিপি Read Next

২০ মিনিটেই বানিয়ে ফেলুন ...