You will be redirected to an external website

Itchy Scalp: বৃষ্টির জল পড়ে স্ক্যাল্পে বেড়েছে চুলকানি? কমবে সমস্যা, রইল টিপস

Itchy-Scalp:-বৃষ্টির-জল-পড়ে-স্ক্যাল্পে-বেড়েছে-চুলকানি?-কমবে-সমস্যা,-রইল-টিপস

বৃষ্টির জল পড়ে স্ক্যাল্পে বেড়েছে চুলকানি

ত্বকের পাশাপাশি এই সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয় স্ক্যাল্পে। এক ফোঁটা বৃষ্টির জল মাথায় পড়লে সেভাবে কেউই স্নান করে না। এতেই বাড়ে চুল ও স্ক্যাল্পের সমস্যা। তাছাড়া বর্ষায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। মাথায় ঘাম জমে, ধুলো-ময়লা জমে স্ক্যাল্পে চুলকানির সমস্যা দেখা দেয়। তাছাড়া খুশকির সমস্যাও স্ক্যাল্পে চুলকানির অন্যতম কারণ। ঠিক কী কারণে স্ক্যাল্পে চুলকানি হওয়া তা সবসময় বোঝা যায় না। তাই চুলকানির সমস্যাকে কীভাবে দূর করবেন, তার উপর জোর দেওয়া দরকার।

অ্যালোভেরা জেল: স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে হলে অ্যালোভেরা জেলের সাহায্য নিতে হবে। অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন এ, সি, ই, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যালোভেরা জেলের মধ্যে প্রদাহবিরোধী উপাদান রয়েছে, যা স্ক্যাল্পে চুলকানির সমস্যা কমায়। স্ক্যাল্পে অ্যালোভেরা জেল দিয়ে মালিশ করুন। এতেই কমে যাবে চুলকানি।

টি ট্রি অয়েল: টি ট্রি অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। ত্বক, স্ক্যাল্প সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান রয়েছে টি ট্রি অয়েল। যে কোনও হেয়ার অয়েলের সঙ্গে ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। ওই তেল দিয়ে স্ক্যাল্পে মালিশ করুন। এরপর শ্যাম্পু করে করুন। সপ্তাহে ২-৩ বার এভাবে টি ট্রি অয়েল ব্যবহার করলে খুশকি, চুলকানির সমস্যা কমে যাবে।

নারকেল তেল: চুল ও স্ক্যাল্পের সমস্যা দূরে রাখতে রোজ নারকেল তেল মাখুন। নারকেল তেলের মধ্যে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি যেমন চুলের আর্দ্রভাব বজায় রাখে, তেমনই স্ক্যাল্পের সমস্যাকেও দূরে রাখে। আপনি চাইলে রোজই চুলে নারকেল তেল মাখতে পারে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Weight-Loss:-সদ্য-মা-হয়েছেন?ওজন-ঝরিয়ে-ভরসা-রাখতে-পারেন-কয়েকটি-খাবারে Read Next

Weight Loss: সদ্য মা হয়েছেন?ওজন ঝ...