You will be redirected to an external website

পুজোয় আড্ডার সঙ্গে জমে যাবে কাসুন্দি ফিশ টিক্কা! কী ভাবে বানাবেন কাসুন্দি ফিশ টিক্কা

পুজোয়-আড্ডার-সঙ্গে-জমে-যাবে-কাসুন্দি-ফিশ-টিক্কা!-কী-ভাবে-বানাবেন-কাসুন্দি-ফিশ-টিক্কা

পুজোয় আড্ডার সঙ্গে জমে যাবে কাসুন্দি ফিশ টিক্কা

জোয় জমজমাট আড্ডার সঙ্গে কবাব পেলে মন্দ হয় না! চিকেনের কবাব বাড়িতে বানালেও মাছের কবাব খুব একটা হয় না। জেনে নিন, উৎসবের মরসুমে কী ভাবে বানাবেন কাসুন্দি ফিশ টিক্কা।

উপকরণ:

ভেটকি মাছের ফিলে: ১০ টি (মোটা করে কাটা)

জল ঝরানো টক দই: ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

গরম মশলার গুঁড়ো: ১ চা চামচ

লেবুর রস: ২ টেবিল চামচ

মাখন: ১ টেবিল চামচ

আদা-রসুন বাটা: ১ চা চামচ

কাসুন্দি: ২ টেবিল চামচ

কসুরি মেথি: ১ চা চামচ

সরষের তেল: ২ টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

নুন: স্বাদমতো

প্রণালী:

প্রথমে ভেটকির ফিলে ভাল করে ধুয়ে তাতে আদা-রসুন বাটা, লেবুর রস ও নুন মাখিয়ে ২০ মিনিট ফ্রিজে রেখে দিন। এর পর জল ঝরানো টক দই, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, কাসুন্দি, লঙ্কা গুঁড়ো, সরষের তেল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এ বার সেই মিশ্রণে মাছগুলি দিয়ে আরও কিছু ক্ষণ রেখে দিন। এ বার প্যানে মাখন দিয়ে মাছের টুকরোগুলি ভাল করে সেঁকে নিন। এ বার একটি পাত্রে কবাবগুলি রেখে দিন। তার মধ্যে আর একটি ছোট পাত্র রাখুন। গ্যাসে কয়লা গরম করে সেই বাটিতে রেখে সেই কয়লার উপর একটু মাখন দিয়ে বড় বাটিটি ঢেকে দিন। কয়লার পোড়া গন্ধ মিশে যাবে মাছের সঙ্গে। পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন কাসুন্দি ফিশ টিক্কা।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

চড়া-রোদে-ত্বক-পুড়ে-কালো-ছোপ?-শুধু-বরফ-দিয়েই-সেরে-নিন-রোজকার-রূপচর্চা Read Next

চড়া রোদে ত্বক পুড়ে কা...