You will be redirected to an external website

IPL 2024: আইপিএল শুরুর আগে কালীঘাটে পুজো নাইটদের,কোথায় গেলেন গৌতম গম্ভীরেরা?

IPL-2024:-আইপিএল-শুরুর-আগে-কালীঘাটে-পুজো-নাইটদের,কোথায়-গেলেন-গৌতম-গম্ভীরেরা?

আইপিএল শুরুর আগে কালীঘাটে পুজো নাইটদের

আইপিএল শুরু হওয়ার আগে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন কেকেআরের ক্রিকেটারেরা। প্লে-অফের আগেও প্রার্থনা করলেন তাঁরা। এ বার কামাক্ষ্যা মন্দিরে গেলেন গৌতম গম্ভীরেরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে গুয়াহাটিতে গিয়েছে কেকেআর। রাজস্থান রয়্যালসের শেষ দু’টি ঘরের ম্যাচ বর্ষাপাড়া স্টেডিয়ামে রাখা হয়েছে। তাই কেকেআরকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ অসমের শহরে খেলতে হবে। বৃহস্পতিবারই গুয়াহাটি পৌঁছে গিয়েছে নাইট রাইডার্স। শেষ ম্যাচ নিয়মরক্ষার হলেও কোনও ফাঁকি দিতে চাইছেন না শ্রেয়স আয়ারেরা।গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে গুয়াহাটিতে গিয়েছে কেকেআর। রাজস্থান রয়্যালসের শেষ দু’টি ঘরের ম্যাচ বর্ষাপাড়া স্টেডিয়ামে রাখা হয়েছে। তাই কেকেআরকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ অসমের শহরে খেলতে হবে। বৃহস্পতিবারই গুয়াহাটি পৌঁছে গিয়েছে নাইট রাইডার্স। শেষ ম্যাচ নিয়মরক্ষার হলেও কোনও ফাঁকি দিতে চাইছেন না শ্রেয়স আয়ারেরা।

চলতি আইপিএলে ভাল ফর্মে রয়েছে কেকেআর। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে তারা। দলের প্রায় সব ক্রিকেটারই ফর্মে রয়েছেন। কোনও এক জনের উপর নির্ভর করছে না কেকেআর। দলগত ক্রিকেট খেলছে তারা। তৃতীয় আইপিএল ট্রফির লক্ষ্যে এগোচ্ছে কেকেআর।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Cucumber-Water:-ওজন-কমাতে-চান?-এই-ফলের-জল-রোজ-খেলেই-গলবে-তলপেটের-মেদ Read Next

Cucumber Water: ওজন কমাতে চান? এই ফ�...

Related News