দার্জিলিং-সিকিম ছেড়ে পাড়ি দিন জিরো ভ্যালিতে
পাহাড় ভ্রমণের প্রসঙ্গ এলেই বাঙালি বেছে নেয় দার্জিলিং-সিকিমকে। বাজেট বেশি থাকলে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড কিংবা কাশ্মীরও থাকে লিস্টে। আবার হাওয়া-বদল করতে অনেকেই পাড়ি দেন মেঘালয় কিংবা কেরল। ট্যুরিজমের দিক দিয়ে অনেকটা পিছিয়ে অরুণাচল প্রদেশ। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে একটুও পিছিয়ে নেই উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। তাওয়াং, দিরাং, সেলা পাস, তেজুর মতো বিভিন্ন পাহাড়ি শহর ঘুরতে দেখতে পারেন এই রাজ্যে। তবে, আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে জিরো ভ্যালিতে।
বাজেট কম এবং হাতে ছুটিও বেশিদিনের না থাকলে ঘুরে দেখতে পারেন অরুণাচল প্রদেশের জিরো উপত্যকা। ইটানগর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত জিরো ভ্যালি। দেশ-বিদেশের পর্যটকদের কাছে এই অঞ্চলটি জনপ্রিয় ‘জিরো মিউজিক ফেস্টিভ্যাল’-এর জন্য। পাহাড়ের উপর সবুজের মাঝে আয়োজিত হয় এই সঙ্গীতের অনুষ্ঠান।
জিরো মিউজিক ফেস্টিভ্যালকে কেন্দ্র করেই অনেকেই ঘুরতে আসেন এখানে। তবে, আপনি যদি শুধু জিরো ভ্যালি ঘুরতে যান, তাহলেও নিরাশ হবেন না। পুরো উপত্যকা জুড়ে রয়েছে অজস্র ছোট বড় পাহাড়। সবুজ গালিচার মতো সাজানো গোটা উপত্যকা। রয়েছে পাইনের জঙ্গলও। রডোডেনড্রন, পাইন, বাঁশ, ফার্ন, ফারের সমাহার। এই উপত্যকায় রয়েছে ট্যালি ভ্যালি বন্যপ্রাণী অভয়ারণ্য। প্রায় ৩৩৭ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত।