You will be redirected to an external website

পুজোয় বৈঠকি আড্ডা জমে যাবে মুর্শিদাবাদি চিকেন স্যাসলিকের সঙ্গে

পুজোয়-বৈঠকি-আড্ডা-জমে-যাবে-মুর্শিদাবাদি-চিকেন-স্যাসলিকের-সঙ্গে

খুব সহজেই বানিয়ে ফেলুন মুর্শিদাবাদি চিকেন স্যাসলিক

পুজো মানেই তো খাওয়াদাওয়া আর হইহুল্লোড়। এই সময় বাড়িতে অতিথিরা আসতেই থাকেন। আড্ডার আসর জমাতে বানিয়ে ফেলতে পারেন রকমারি পদ। খুব সহজেই বানিয়ে ফেলুন মুর্শিদাবাদি চিকেন স্যাসলিক। 

উপকরণ

মুরগির মাংস: ৫০০ গ্রাম (টুকরো করে কাটা)

টক দই: আধ কাপ

পেঁয়াজ: ২টি

আদা: এক টুকরো (২ ইঞ্চি মাপের)

রসুন: ৭-৮ কোয়া

কাঁচা লঙ্কা: ২-৩টি

ধনেপাতা: ১ কাপ

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

ধনে পাতা: আধ আঁটি

ধনে গুঁড়ো: ১ চা চামচ

আমচুর পাউডার: ১ চা চামচ

পাঁচ ফোড়ন গুঁড়ো: ১ চা চামচ

মাখন: ৪ টেবিল চামচ

কাঠকয়লা: ৩-৪ টুকরো

সর্ষের তেল: ৩ টেবিল চামচ

নুন: স্বাদমতো

প্রণালী:

পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতা একসঙ্গে বেটে নিন। একটি বড় বাটিতে প্রথমে ফেটানো টক দই দিন। তাতে বেটে রাখা মশলা, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, আমচুর গুঁড়ো, নুন আর সর্ষের তেল মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। তাতে মাংসের টুকরোগুলি ভাল করে মেখে ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন। তার পর মাংসের টুকরোগুলি কবাব স্টিকে গেঁথে নিন। এ বার ফ্রায়িং প্যানে মাখন গরম করে কবাবগুলি হালকা হালকা করে ভেজে নিন। কবাবগুলি একটি বাটিতে রেখে অপর একটি বাটিতে কাঠকয়লা গরম করুন। বড় বাটির মধ্যে ছোট বাটিটা রেখে তার উপরে ঘি দিয়ে চাপা দিন। রান্না করা মাংসের টুকরোর সঙ্গে কাঠকয়লার বাটি এ ভাবে অন্তত আধ ঘণ্টা রাখুন। কাসুন্দি আর মেয়োনিজের মিশ্রণের সঙ্গে পরিবেশন করুন মুর্শিদাবাদি চিকেন স্যাসলিক।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

ষষ্ঠীর-প্যান্ডেল-হপিং-এর-আগেই-ব্রণ-সারান-এই-ঘরোয়া-টোটকায় Read Next

ষষ্ঠীর প্যান্ডেল হপিং এ...