You will be redirected to an external website

Bhapa Paneer : নিরামিষের পাত জমাতে বানিয়ে ফেলুন পনির ভাপা, রইল রেসিপি

Bhapa-Paneer-:-নিরামিষের-পাত-জমাতে-বানিয়ে-ফেলুন-পনির-ভাপা,-রইল-রেসিপি

নিরামিষের পাত জমাতে বানিয়ে ফেলুন পনির ভাপা

ভাপা পদের মধ্য পনিরেরও কিন্তু জুড়ি নেই। নিরামিষের দিনে পনির ভাপা রাঁধলে এক থালা ভাত কখন উড়ে যাবে টেরও পাবেন না। ঝটপট রেসিপিটা জেনে নিন আর পনির ভাপা বানিয়ে তাক লাগিয়ে দিন বাড়ির সক্কলকে।

উপকরণ: 

১. পনির

 

২. নারকেল কোরা

৩. গোটা কালো সর্ষে

৪. পোস্ত

৫. টকদই

৬. হলুদ গুঁড়ো

৭. কাঁচা লঙ্কা

৮. কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

৯. সর্ষের তেল

১০. স্বাদমতো নুন

প্রথমেই পনির ছোট-ছোট করে কেটে নিন। অন্য়দিকে নারকেল কুরিয়ে নিন। এবং কালো সর্ষে, টকদই, পোস্ত আর কাঁচা লঙ্কা এক সঙ্গে পেস্ট করে নিন। অবশ্যই সামান্য জল দিয়ে পেস্ট করবেন। কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিন। অন্যদিকে পনিরগুলির গায়ে হলুদ গুঁড়ো ও সামান্য নুন লাগিয়ে নিন। তেল গরম হলে তাতে পনিরগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিন।এবার একটা টিফিন বক্স নিন যাতে পনির ভাপা তৈরি হবে। তাতে পনিরগুলি দিয়ে দিন। এবার পনিরের মধ্যে বাটা মশলা দিয়ে দিন। সামান্য হলুদ গুঁড়ো যোগ করুন।বার উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিন। এবং কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিন। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে মাঝারি আঁচে বসাতে হবে। তার জন্য কড়াইয়ে কিছুটা জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসান। এরপর তার উপর টিফিন বক্সটা বসিয়ে ৭-৮ মিনিট ভাপানোর সময় দিন। তাহলেই তৈরি হয়ে যাবে পনির ভাপা।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Weight-Loss-:-বাজারে-এখন-সবজির-আগুন-দাম,রোজ-একটু-করে-খেলে-১০-কেজি-ওজন-কমবে-১-মাসে Read Next

Weight Loss : বাজারে এখন সবজির আগ...