বর্ষায় ত্বকের খেয়াল না লাগলে হাজার একটা সমস্যা দেখা দেয়
বর্ষায় ত্বকের খেয়াল না লাগলে হাজার একটা সমস্যা দেখা দেয়। আর সেই সব সমস্যার সমাধান হতে পারে এই পুদিনা পাতা। বর্ষা মানেই ত্বকের তেলতেলে ভাব বাড়তে থাকা আর তার সঙ্গে ব্রণ। এসব সমস্যার সমাধান এক মুঠো পুদিনা পাতা। পুদিনা পাতার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ত্বককে সংক্রমণ ও প্রদাহের হাত থেকে রক্ষা করে। তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।
1. তৈলাক্ত ত্বকের সমস্যায় ভুগলে গোলাপ জলের সঙ্গে তাজা পুদিনা পাতা বেটে মুখে লাগিয়ে নিন। মিনিট পনেরো পর মুখ ধুয়ে ফেলবেন। এতে আপনার মুখের তেলতেলে ভাবের পাশাপাশি ব্রণ, ফুসকুড়ির সমস্যাও দূর হয়ে যাবে।
2. রোমকূপ পরিষ্কার করতে সবচেয়ে বেশি কার্যকর পুদিনা পাতার টোনার। ১ গ্লাস জলে এক মুঠো তাজা পুদিনা পাতা ফুটিয়ে নিন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে গ্যাস বন্ধ করে নিন। এবার এই জলটা ঠান্ডা হলে ছেঁকে নিন। তারপর ভরে রাখুন স্প্রে বোতলে। মুখ ধুয়ে যে কোনও সময় আপনি স্প্রে করতে পারেন এই পুদিনা পাতার টোনার।
3. শুষ্ক ত্বকের সমস্যায় ভুগলে পুদিনা পাতার সঙ্গে মধু ব্যবহার করতে পারেন। পুদিনা পাতা বেটে নিয়ে তার সঙ্গে মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ব্রণর সমস্যাকে প্রতিরোধ করতেও সাহায্য করবে।