You will be redirected to an external website

পোস্ত আর ভাপা খেয়ে ক্লান্ত? পটল দিয়ে ভর্তা বানিয়ে ফেলুন, আঙুল চাটবেন সবাই

পোস্ত-আর-ভাপা-খেয়ে-ক্লান্ত?-পটল-দিয়ে-ভর্তা-বানিয়ে-ফেলুন,-আঙুল-চাটবেন-সবাই

পটল দিয়ে ভর্তা বানিয়ে ফেলুন

পটলের নাম শুনলেই অনেকেই নাক সিঁটকান! পটল পোস্তই করুন বা ভাপা মুখে রচে না বাড়ির খুদের! পটলের ভর্তা বানিয়ে দেখুন চেটেপুতে পাত হবে সাফ!

বাড়িতে হঠাৎ করে অতিথি এসে গিয়েছেন অথচ রাঁধার মতো মাছ-মাংস না থাকলে পটল দিয়েই বানিয়ে ফেলুন ভর্তা। ফ্রিজে পড়ে থাকা অবহেলার এই সব্জিই ঠিকঠাক রাঁধতে পারলে আঙুল চেটে কুল পাবেন না অতিথিরা।

উপকরণ:

পটল: ৫০০ গ্রাম

শুকনো লঙ্কা: ২ টি

কালো জিরে: আধ চা চামচ

রসুন কুচি: ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: ২০০ গ্রাম

কাঁচা লঙ্কা: ২-৩ টি

হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ

লাল লঙ্কার গুঁড়ো: ১ টেবিল চামচ

নুন,চিনি: স্বাদ মতো

সরষের তেল: ৪ টেবিল চামচ

প্রণালী:

পটলের খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিন। এ বার কেটে রাখা পটলগুলি সামান্য ভাপিয়ে নিয়ে মিক্সিতে ভাল করে ঘুরিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এ বার একটি কড়াইতে তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিন। এ বার একে একে রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে খানিক ক্ষণ নাড়াচাড়া করুন। গুড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে বেটে রাখা পটল দিয়ে নাড়তে থাকুন। পরিমাণ মতো নুন, চিনি দিয়ে নাড়াচাড়া করুন। স্বাদ আরও বেড়ে যাবে যদি কয়েকটি চিংড়ি মাছ ভেজে দিয়ে দিতে পারেন। মিনিট পাঁচেক পর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পটলের ভর্তা।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

আজ-সারা-দিন-আপনার-কেমন-কাটবে?-দেখুন-রাশিফল... Read Next

আজ সারা দিন আপনার কেমন কা...