You will be redirected to an external website

শীতের সন্ধ্যায় চায়ের আসরে ‘টা’ হিসাবে রাখতে পারেন মুরগির কলমি কবাব...

শীতের-সন্ধ্যায়-চায়ের-আসরে-‘টা’-হিসাবে-রাখতে-পারেন-মুরগির-কলমি-কবাব...

বানিয়ে ফেলুন রেঁস্তরার মতো কবাব

ডায়েট মেনে চলা, স্বাস্থ্য সচেতন মানুষদের কি ভালমন্দ খেতে ইচ্ছে করে না? নিশ্চয়ই করে। পুষ্টিবিদরাও একটানা ডায়েট মেনে চলতে বারণই করেন। মাঝেমধ্যে স্বাদ পাল্টালে যেমন মুখের রুচি ফেরে, তেমন অন্ত্রের স্বাস্থ্যও রক্ষা হয়। তবে এক টানা বাড়ির খাবার খেতে খেতে হঠাৎ বাইরের রগরগে খাবার খেলে হজম সংক্রান্ত সমস্যা হতেই পারে। তাই বাড়িতেই চিনা থেকে মুঘলাই, সব বানানোর চেষ্টা করে ফেলেছেন। কিন্তু বিরিয়ানি বাড়িতে বানানো গেলেও আপনার পছন্দের ‘চিকেন কলমি টেংরি কবাব’ কি বাড়িতে বানানো যায়?

উপকরণ:

মুরগীর ঠ্যাং – ১ কেজি আদারসুন বাটা – ২ টেবিল চামচ নুন – স্বাদ অনুযায়ী জল ঝরানো দই – ১ কাপ কেশর – ১ চুটকি লেবুর রস – ১ টেবিল চামচ ময়দা – ১/৪ কাপ লবঙ্গ – ৩টি কালো জিরে – ১/২ চা চামচ দারচিনি – ১ ইঞ্চি টুকরো তেজপাতা – ১ টি গোটা গোলমরিচ – ৫টি।

পদ্ধতি : সমস্ত গোটা মশলা গুলি শুকনো খোলায় ভাল করে ভেজে নিন। তারপর মিক্সিতে গুঁড়ো করে নিন যাতে মিহি পাউডার পাওয়া যায়। সরিয়ে রাখুন এই মশলা। এবার মাংসের টুকরো ভাল করে পরিস্কার করে নিন। যেন মাংসের গায়ে জল না থাকে। ঠ্যাংগুলির গায়ে ২-৩টি জায়গায় চিড়ে দিন ধারালো ছুড়ি দিয়ে। একটি পাত্রে গুড়ো মশলাটি এবং অন্যান্য সমস্ত উপকরণ দিয়ে ভাল করে একটি পেস্ট তৈরি করে নিন। এই পেস্টে মাংসের টুকরোগুলি দিয়ে প্রায় ২থেকে ৩ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিন। মাংস ম্যারিনেট হয়ে গেলে মাইক্রোওয়েভে ১৫ থেকে ২০ মিনিট গ্রিল করে নিন। গ্রীন চাটনি, লেবুর স্লাইস এবং অনিয়ন রিং দিয়ে পরিবেশন করুন গরমাগরম কালমি কাবাব।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

বাড়িতে-আড্ডা-দেবেন?-বন্ধুদের-মিষ্টিমুখ-করাতে-চটজলদি-বানিয়ে-নিতে-পারেন-ক্ষীরভরা-বালুসাই Read Next

বাড়িতে আড্ডা দেবেন? বন্...