You will be redirected to an external website

Jhulan Yatra: মালপোয়া বানিয়ে ঝুলনে নিবেদন করুন বাড়ির গোপালকে

Jhulan-Yatra:--মালপোয়া-বানিয়ে-ঝুলনে-নিবেদন-করুন-বাড়ির-গোপালকে

মালপোয়া বানিয়ে ঝুলনে নিবেদন করুন বাড়ির গোপালকে

ঝুলন, রাখীপূর্ণিমা, জন্মাষ্টমী, গণেশ চুতর্থী। বাড়িতে বাড়িতে পুজো লেগে থাকবেই। আর এমন দিনে ভোগে বানিয়ে দিতে পারেন।তিনটে বড় রাঙাআলু খোসা সহ সেদ্ধ করে নিতে হবে চারটে সিটি দিয়ে। এবার এর খোসা ছাড়িয়ে গ্রেটারে ভাল করে গ্রেট করে নিতে হবে।এবার দেড় কাপ মাপের রাঙাআলুর মধ্যে দেড় কাপ ময়দা মেশান। এবার এর মধ্যে এক কাপ দুধ দিয়ে ভাল করে মেখে নিন। যদি পাতলা মনে হয় তাহলে তিন থেকে চার চামচ ময়দা মিশিয়ে নিতে পারেন।

এবার এর মধ্যে একটু মৌরি মিশিয়ে নিতে হবে। গোটা মৌরি মেশালে স্বাদ খুব ভাল হবে। সামান্য নুন, চিনি, গুঁড়ো দুধ ৪ চামচ বা খোয়া ক্ষীর মিশিয়ে নিন।প্রয়োজন হলে আরও এক কাপ দুধ মিশিয়ে নিন। একটু ঘন করেই ব্যাটার বানিয়ে নিতে হবে। এর মধ্যে কয়েক টুকরো কাজু দিতে ভুলবেন না।একটা বড় পাত্রে হাফ কাপ জল আর দেড় কাপ চিনি দিয়ে দিন। এর মধ্যে তিনটি ছোট এলাচ থেঁতো করে দিয়ে একটু জাফরান মিশিয়ে দিন। বেশ ঘন চটচটে হলে বামিয়ে নিতে হবে।

কড়াইতে তেল গরম করতে বসান। তেল খুব ভাল গরম হলে গ্যাস কমিয়ে হাতায় নিয়ে ব্যাটার টা দিয়ে দিতে হবে। এতে মালপোয়া খুব ভাল ভাবে ভাজা হয়ে যাবে।সময় নিয়ে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে। গরম মালপোয়া সঙ্গে সঙ্গেই চিনির সিরাতে ডুবিয়ে নিতে হবে। ৫ মিনিট ডুবিয়ে রাখলেই তৈরি হবে রসালো তুলতুলে মালপোয়া।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Janmashtami-Special:-সামনেই-ঝুলন-রাখীপূর্ণিমা,ভোগে-বানিয়ে-নিন-স্পেশ্যাল-ফ্রায়েড-রাইস Read Next

Janmashtami Special: সামনেই ঝুলন-রাখী...