You will be redirected to an external website

healthy malpoya: মিষ্টি খাওয়ার শখ হয়েছে? স্বাস্থ্যকর মালপোয়া বানালে কেমন হয়?

healthy-malpoya:-মিষ্টি-খাওয়ার-শখ-হয়েছে?-স্বাস্থ্যকর-মালপোয়া-বানালে-কেমন-হয়?

মালপোয়া তৈরি করে নিন জোয়ারের আটা দিয়ে

ডায়াবিটিসের চোখরাঙানিতে মিষ্টি খাওয়া মাথায় উঠেছে। অনেকের আবার বাড়তি ওজনের কারণে মিষ্টি খাওয়া একেবারে বারণ।  শরীরে বাড়াবাড়ি রকমের সমস্যা না থাকলে মাঝেমধ্যে মিষ্টি খাওয়াই যায়।দিনের আলোয় মিষ্টি খেয়ে ফেললে শরীরের পক্ষে বিপাক কাজ সহজ হয়, বলছেন পুষ্টিবিদরা। শরীরের কথা ভেবে দোকানের রসগোল্লা, চমচম, সন্দেশ বাদ দিয়ে বাড়িতে বানানো কিছু মিষ্টি রাখতে পারেন পাতে। রইল স্বাস্থ্যকর মালপোয়ার রেসিপি। ময়দা নয়, মালপোয়া তৈরি করে নিন জোয়ারের আটা দিয়ে।

একটি পাত্রে পরিমাণ মতো জোয়ারের আটা, গুড়, আর সামান্য দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণে অল্প অল্প করে দুধ মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। তাওয়ায় সামান্য ঘি গরম করে মালপোয়ার মিশ্রণটি ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন যেন মালপোয়াগুলি খুব বেশি মোটা না হয়। ঘিয়ে এপিঠ ওপিঠ করে ভাল করে ভেজে নিন মালপোয়াগুলি। এ বার মালপোয়াগুলি ঘি থেকে তুলে কাগজে তেল মুছে নিন। একটি পাত্রে আধ কাপ গুড় সামান্য জল আর সামান্য কেশর দিয়ে রস তৈরি করে নিন। গরম গরম মালপোয়াগুলি মিনিট খানেক রসে ডুবিয়ে রাখুন। উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন স্বাস্থ্যকর মালপোয়া।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Nails-Care:-নখ-বাড়ছে-না,-ভেঙে-যায়?-ঘুমোতে-যাওয়ার-আগে-এই-কাজ-করুন Read Next

Nails Care: নখ বাড়ছে না, ভেঙে যায়...