You will be redirected to an external website

Mutton Bhuna:একঘেয়ে মটন কষা বা ঝোল নয়,ভাতের সঙ্গে পাতে থাকুক মটন কালা ভুনা

Mutton-Bhuna:একঘেয়ে-মটন-কষা-বা-ঝোল-নয়,ভাতের-সঙ্গে-পাতে-থাকুক-মটন-কালা-ভুনা

দোলে বানিয়ে ফেলুন মাটন কালা ভুনা

ভাতের সঙ্গে দুপুরবেলা সেই তো মাংসের ঝোল না হলে কষা, এই একঘেয়ে মাংসের পদ খেতে মোটেই ভাল লাগে না।  তা হলে উপায়? চট করে হয়ে যাবে এমন একটি মাংসের পদ হল মাটন কালা ভুনা। যদি আগের রাত থেকে জোগাড় করে রাখতে পারেন, রান্না করতে বেশি সময় লাগবে না।  দুপুরে ভাতের সঙ্গে গরম গরম কালা ভুনা জমে যাবে। রইল তার রেসিপি।

উপকরণ

খাসির মাংস: ১ কেজি

২) পেঁয়াজ কুচি: ১কাপ

৩) আদা-রসুন বাটা: ৪ টেবিল চামচ

৪) ধনে গুঁড়ো: ২ চা চামচ

৫) হলুদ গুঁড়ো: ২ চা চামচ

৬) দই: আধ কাপ

৭) শুকনো লঙ্কা: ৩টি

৮) সর্ষের তেল: আধ কাপ

৯) গোটা রসুন: ১টি

১০) গোটা গরম মশলা

প্রণালী

১) খাসির মাংসে আদা-রসুন বাটা, ধনে, হলুদ, দই এবং সামান্য সর্ষের তেল দিয়ে আগের দিন রাত থেকে মাখিয়ে ফ্রিজে রেখে দিন।

২) সকালে রান্না করার আধ ঘণ্টা আগে ম্যারিনেট করা মাংস ফ্রিজ থেকে বার করে রাখুন।

৩) এ বার কড়াইতে সর্ষের তেল গরম হতে দিন। ফোড়ন হিসাবে এর মধ্যে দিয়ে দিন শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা।

৪) একটু নাড়াচাড়া করে দিয়ে দিন পেঁয়াজ কুচি।

৫) পেঁয়াজ ভাজা ভাজা হলে দিয়ে দিন ম্যারিনেট করা মাংস। পাঁচ মিনিট অন্তর নাড়ানাড়া করুন। কিছু ক্ষণ পর দিয়ে দিন গোটা একটি রসুন। এ বার ঢাকা দিয়ে বেশ কিছু ক্ষণ হালকা আঁচে সেদ্ধ হতে দিন।

৬) প্রয়োজন হলে কষিয়ে নেওয়ার পর, প্রেশার কুকারেও দুটো সিটি দিয়ে নিতে পারেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Bread-Preservation-Tips:ছত্রাক-ধরে-যায়-পাউরুটিতে,-গরমকালে-কী-ভাবে-রাখলে-এমন-হবে-না? Read Next

Bread Preservation Tips:ছত্রাক ধরে যায় �...

Related News