You will be redirected to an external website

soya pancake: খুদেকে কী টিফিন দেবেন ভাবছেন? বানিয়ে ফেলুন সয়া প্যানকেক

soya-pancake:-খুদেকে-কী-টিফিন-দেবেন-ভাবছেন?-বানিয়ে-ফেলুন-সয়া-প্যানকেক

বানিয়ে ফেলুন সয়া প্যানকেক

সকালের এত ব্যস্ততার মাঝে সুস্বাদু এমন কী টিফিন দেবেন, তা ভেবে রাতের ঘুম উড়েছে আপনার? সন্তানের পছন্দের পাশাপাশি তাদের স্বাস্থ্যের দিকটাও নজর রাখতে হবে আপনাদেরই।কচিকাঁচারা সব্জি দেখলেই দৌড়ে পালায়? টিফিনে তাদের বানিয়ে দিন সয়া প্যানকেকের এই জিভে জল আনা পদ। শিশুর শরীরে সব্জির পুষ্টিগুণ যাবে, তেমন পেট ভরল বলে শান্তি পাবেন আপনিও।

উপকরণ:

সয়াবিন: ১০০ গ্রাম

রসুন: ৪ কোয়া

আদা কুচি: ১ চা চামচ

কাঁচালঙ্কা: ২টি

দই: ১ কাপ

বেসন: ৪ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ

ক্যাপসিকাম কুচি: ২ টেবিল চামচ

গাজর কুচি: ২ টেবিল চামচ

টম্যাটো কুচি: ১ টেবিল চামচ

ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ

নুন: স্বাদমতো

প্রণালী:

সয়াবিন খানিক ক্ষণ গরম জলে ভিজিয়ে রেখে জল চিপে নিন। এ বার মিক্সিতে সয়াবিন, দই, রসুন, কাঁচালঙ্কা, আদা দিয়ে ভাল করে বেটে নিন। মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নিয়ে একে একে সব সব্জি, নুন, বেসন একসঙ্গে মিশিয়ে জল দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিন। এ বার ননস্টিকে নামমাত্র তেল দিয়ে প্যানকেকের আকারে শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ভেজি প্যানকেক।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Gardening-Tips:-বর্ষায়-সাধের-বাগান-ধ্বংস-হতে-বেশি-সময়-লাগবে-না,কী-ভাবে-করবেন-গাছের-যত্নআত্তি? Read Next

Gardening Tips: বর্ষায় সাধের বাগা...