You will be redirected to an external website

নববর্ষের ভোজের প্রথম পাত শুক্তো ছাড়া অসম্পূর্ণ!বানিয়ে ফেলুন মা-ঠাকুমার আমলের দুধ শুক্তো

নববর্ষের-ভোজের-প্রথম-পাত-শুক্তো-ছাড়া-অসম্পূর্ণ!বানিয়ে-ফেলুন-মা-ঠাকুমার-আমলের-দুধ-শুক্তো

বানিয়ে ফেলুন মা-ঠাকুমার আমলের দুধ শুক্তো

বাঙালির খাদ্য তালিকায় শুরুতেই যে খাদ্যের নাম না বললেই চলে সেটি হলো শুক্তো। পাঁচমিশালি সবজি দিয়ে তৈরি অনবদ্য একটি পদ। তবে এই পদটি অনেক পুরনো পদ। ইতিহাস ঘাটলে এর দেখা মিলবে।মুখের স্বাদ খুলতে লাজবাব এই পদ! রইল বাংলার এক হারিয়ে যাওয়া শুক্তোর প্রণালী। অনেকেই অনেক ভাবে শুক্তো রান্না করে থাকেন। তবে দুধ দিয়ে শুক্তো রাঁধাতে পারলে তার রং যেমন হয় মনোরম, তেমনই তার স্বাদও লেগে থাকে জিভে। রইল সেই চির নতুন প্রণালী।

উপকরণ:

১। সজনে ডাঁটা: ২টি।

২। গাজর: ১টি, আঙুলের মতো করে কাটা।

৩। আলু: একটি বড় আলু।

৪। উচ্ছে বা করলা: ১টি।

৫। পটল: ১টি।

৬। বেগুন: মাঝারি আকারের, ডুমো ডুমো করে কাটা।

৭। কাঁচকলা: ১টি।

৮। রাঙা আলু: ১টি।

৯। তেল, নুন, হলুদ: পরিমাণ মতো

১২। পাঁচফোড়ন

১৩। দুধ: ২০০ মিলিলিটার

প্রণালী—

১। কড়াইয়ে তেল ঢেলে প্রতিটি সব্জি আলাদা আলাদা করে ভেজে নিন। তবে ভাজা যেন কড়া না হয়ে যায়।

২। পাঁচফোড়ন গুঁড়ো করে নিন। এর পর কড়াইয়ে তেল নিয়ে তাতে পাঁচফোড়ন গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন।

৩। গরম তেলে পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে ভাল করে কষিয়ে নিয়ে একে একে ভাজা সব্জিগুলি দিয়ে দিন।

৪। একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন কড়াই।

৫। সব্জি সেদ্ধ হয়ে আসলে তাতে দুধ ঢেলে দিন।

৬। দুধ দেওয়ার পর ভাল করে ফুটতে দিন। ভাল করে ফুটে উঠলে পরিমাণ মতো চিনি আর ওই পাঁচফোড়নের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও কিছু ক্ষণ নাড়িয়ে নিন।

৭। ঝোল একটু ঘন হয়ে এলে, নামিয়ে নিলেই তৈরি দুধ শুক্তো।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

শরীর-ঠান্ডা-থাকবে-আর-রোগবালাইও-ঠেকানো-যাবে,-রইল-এমন-শরবতের-হদিস Read Next

শরীর ঠান্ডা থাকবে আর রোগ...