You will be redirected to an external website

Skin Whitening Drink: ক্রিম মেখে নয়, এই পানীয়তে চুমুক দিয়ে ৭ দিনে পান ফর্সা ত্বক

Skin-Whitening-Drink:-ক্রিম-মেখে-নয়,-এই-পানীয়তে-চুমুক-দিয়ে-৭-দিনে-পান-ফর্সা-ত্বক

ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলতে হবে

ত্বক যাতে নিখুঁত দেখায়, তার জন্য যা যা স্কিন কেয়ার করা দরকার, সবই করেন। কিন্তু তাতেও ত্বকের জেল্লা ফুটে ওঠে না। ট্যান পরিষ্কার হয় না। উল্টে ত্বক নিস্তেজ ও কালচে দেখায়।ত্বককে ভাল রাখতে গেলে শুধু স্কিন কেয়ারের উপর জোর দিলে চলবে না। খাওয়া-দাওয়া নিয়ে সচেতন থাকতে হবে। তেল-মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। ফল, শাকসবজি বেশি করে খেতে হবে।ত্বকের সমস্যা কমাতে অনেকেই মুখে প্রাকৃতিক উপাদান মাখেন। বেসন, টক দই, হলুদের মতো উপাদান ব্যবহার করেন। এগুলো রেজাল্ট দিলেও সেটা সাময়িক হয়। ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলতে হবে। 

ট্যান দূর করা থেকে শুরু করে ব্রণ, একজিমার সমস্যা দূর করতে সাহায্য করে একটি পানীয়। এই পানীয় ত্বককে ফর্সা করতেও সাহায্য করে। মাত্র ৩টি উপাদান দিয়ে স্কিন হোয়াইটিং পানীয় বানিয়ে ফেলুন।সসপ্যান গরম বসান। এতে দু'গ্লাস জল গরম করুন। এবার এতে এক মুঠো পুদিনা পাতা, ২-৩টে ছোট এলাচ ও এক চামচ মৌরি মিশিয়ে দিন। এবার মিশ্রণটি মাঝারি আঁচে ফুটিয়ে নিন।জল ফুটে এক গ্লাস মতো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এবার এই পানীয় ছেঁকে নিন। এই পানীয় সকালে খালি পেটে পান করুন। এটি ত্বকের সমস্যা ভিতর থেকে নির্মূল করে তুলবে। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Curd-Drinks:-গরমে-নাজেহাল-অবস্থা-হয়েছে?-টক-দইয়ের-তৈরি-পানীয়তে-চুমুক-দিলে-কমবে-অস্বস্তি Read Next

Curd Drinks: গরমে নাজেহাল অবস্থ...