হেয়ার অয়েল বানিয়ে নিন আপনার বাড়িতেই
চুল ওঠা আর চুল ঝরে যাওয়ার সমস্যায় অনেকেই নাজেহাল। অনেক ট্রিটমেন্ট করিয়েও কোনও সুরাহা হচ্ছে না। কাজে আসছে না ওষুধ। মুঠো মুঠো চুল ঝরেই পড়ছে। আর এত মাত্রায় চুল পড়ছে যে বাড়ির মেঝে থেকে বিছানা- চুলে চুলময়। চুল পড়তে থাকলে দেখতে খুবই খারাপ লাগে। অএএর নেপথ্যে যদিও বেশ কিছু কারণ থাকে। আবহাওয়ার কারণে চুল পড়ে। গরম, বৃষ্টি, ঘাম চটচটে আবহাওয়া আর দূষণের জেরে ত্লক-চুলের অনেক ক্ষতি হয়।
রোজ শ্যাম্পু করেও কোনও ফল পাওয়া যায় না। আবার অনেক সময় ওষুধের প্রভাবেও চুল পড়ে। থাইরয়েড বা হরমোনজনিত সমস্যা থাকলে চুল পড়ে যায়। অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ই-এর অভাব থাকলে সেখান থেকেও হতে পারে এই সমস্যা। এক্ষেত্রে সবথেকে ভাল উপায় হল বাড়িতেই বানিয়ে নিন বিশেষ এই তেল। এর গুণে চুল তো পড়বেই না আর ত্বকও থাকবে অনেক ভাল।
একবাটি নারকেল তেল গরম করতে বসান। ওর মধ্যে হাফ বাটি কারিপাতা গুঁড়ো আর চারটে রসুনের কোয়া ফেলে দিন। একব ভাল করে গরম করে ছেঁকে নিয়ে রোদে রাখতে হবে এক ঘন্টা। এবার সপ্তাহে দু দিন এই তেল মাথায় ভাল করে লাগিয়ে নিতে হবে। তেল চুলের গোড়ায় ঘষে ঘষে লাগাতে হবে। এবার বাড়িতেই বানান একটি প্রাকৃতিক শ্যাম্পু। বাজারে কারিপাতার গুঁড়ো কিনতে পাওয়া যায়।