বাড়িতেই বানান এই অব্যর্থ নাইট ক্রিম
ত্বক ভাল রাখতে অনেক টাকাই খরচ করেন। প্রচুর দাম দিয়ে নাইট ক্রিমও কেনেন অনেকে। কিন্তু তাতে কি আদৌ কোনও লাভ পাওয়া যায়? নাকি শুধুই দিনের পর দিন মেখে যান রাসায়নিক মেশানো জিনিস।আপনি চাইলে খরচ অনেকটাই কমাতে পারেন। সেই সঙ্গে একদম ঝলমলে রাখতে পারেন আপনার মুখ। শুধু রাতে বাড়িতে বানানো একটি ক্রিম মেখে শুতে যান।
নাইট ক্রিমে ঘি ব্যবহার করলে ত্বকে অনেক উপকার পাওয়া যায়। এটি শুধু ত্বকের শুষ্কতাই কমায় না, ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক সুন্দর্য। এতে ত্বকের বলিরেখা ও দাগ কমে যায়।শুধু তাই নয়, মুখের ক্ষতের দাগ কমাতেও সাহায্য করে। আসুন জেনে নেই কীভাবে ঘি দিয়ে নাইট ক্রিম তৈরি করবেন। আর কীভাবেই এর ব্যবহার করবেন, তাও দেখে নিন।কীভাবে ঘরে ঘি দিয়ে নাইট ক্রিম তৈরি করবেন? প্রথমে ১ চামচ ঘি নিন, তাতে ২ থেকে ৩ টুকরো বরফ মেশান এবং প্রায় ১০ থেকে ১৫ মিনিট রাখুন।
এবার ঘি থেকে যতটুকু জল বের হয় তা তুলে ফেলতে থাকুন। একইভাবে, বরফ সম্পূর্ণ গলে গেলে এবং সমস্ত জল বেরিয়ে গেলে, এটি একটি ছোট বাক্সে প্যাক করে রাখুন।এটি আপনার ত্বকের সমস্যা কমাতে পারে এবং ত্বক নরম রাখতেও সাহায্য করবে। তবে এক দু'দিন কিছুই হবে না। নিয়ম করে ধৈর্য্য ধরে লাগাতে হবে।এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। তাই আপনার মুখের দাগ কমাতে, প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই ক্রিমটি ব্যবহার করুন। তারপর সকালে জল দিয়ে মুখ ধুয়ে নিন।