কমলালেবুর খোসা দিয়ে বানিয়ে নিন দারুণ এই সাবান
শীত পড়তেই ঝুড়ি ভর্তি কমলালেবু এসে গিয়েছে বাজারে। এই সময় রোদে বসে কমলালেবু খেতে বেশ লাগে। কমলালেবু দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও খুব ভাল। এর মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে শরীরের যে কোনও ব্যথা সেরে যায় ভিটামিন সি খেলে। শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। শীতে সর্দি-কাশির সমস্যা বাড়ে। সেই সব সমস্যা থেকে দূরে থাকতেও ভরসা কমলালেবু। এই সময় তাজা কমলার রস খেতেও বেশ লাগে
এছাড়াও কমলা দিয়ে অনেক রকম খাবার বানানো যায়। কমলা কাতলা, চিকেন কারি, কমলার পায়েস, কমলার মিষ্টি তালিকার কোনও শেষ নেই। তবে কমলার খোসা ফেলে না দিয়ে দারুণ ভাবে তা রূপচর্চায় কাজে লাগাতে পারবেন। কমলার খোসা শুকনো করে তা গুঁড়ো করে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে মাখলে খুব ভাল কাজ হয়। ত্বক চকচকে থাকে, অনেক বেশি মোলায়েম থাকে। এই কমলার খোসা দিয়ে এবার বানিয়ে নিন সাবান। শীত চলে গেলে তার পরেও ব্যবহার করতে পারবেন। দেখে নিন কী ভাবে বানাবেন এই সাবান
বাড়িতে বানানো এই সাবান মুখেও মাখতে পারবেন। কমলার খোসা ছাড়িয়ে নিন। খোসার সাদা অংশ যতটা সম্ভব বাদ দিতে হবে। এবার খোসা ছোট ছোট টুকরো করে নিন। এবার তা মিক্সিতে সামান্য জল দিয়ে বেটে একটা পেস্ট বানিয়ে নিন শীতকালে বাড়িতে গ্লিসারিন সাবান ব্যবহার করা হয়। এই সাবান দিয়েই বেস তৈরি করে নিন। এই সাবান গ্রেট করে নিন। একটা পুরো সাবান কিন্তু লাগবে। সসপ্যানে জল ফুটতে দিন। একটা বাটিতে সাবান রেখে ওই জলের উপর বাটি বসিয়ে সাবান গলিয়ে নিতে হবে সাবান একদম গলে গেলে কমলালেবুর খোসার পেস্ট মিশিয়ে নিতে হবে। এবার সিলিকনের সাবান মোল্ড নিন। এর মধ্যে সাবান পেস্ট তৈরি করে ঢেলে দিন। সাধারণ তাপমাত্রায় ২ ঘন্টা রেখে দিতে হবে খুব সহজেই তৈরি হয়ে গেল অরেঞ্জ সাবান। এই সাবান ত্বকের জন্য খুব ভাল। শীতের দিনে মুখে ময়লা অনেক বেশি পড়ে। আর তাই বাড়িতে বানানো এই সাবান দিয়ে মুখ ধুলে মুখ পরিষ্কার হবে ঝটপট। একই সঙ্গে ত্বক থাকবে মোলায়েম