You will be redirected to an external website

Skin Care Tips: সর্ষের তেল দিয়ে শুধু সুস্বাদু খাবার নয়, ফেসপ্যাকও তৈরি করা যায়

Skin-Care-Tips:-সর্ষের-তেল-দিয়ে-শুধু-সুস্বাদু-খাবার-নয়,-ফেসপ্যাকও-তৈরি-করা-যায়

ত্বকের যত্নে ঘরে তৈরি ফেসপ্যাকও ব্যবহার করেন অনেকে

সর্ষের তেলের ঝাঁজ আর গন্ধেই যেন সাধারণ রান্না অনন্য হয়ে ওঠে। সর্ষের তেলের গুণে রান্নায় যেমন আলাদা স্বাদ আসে, তেমনই এই তেল ত্বকের দেখাশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রূপচর্চায় সর্ষের তেলের ব্যবহার সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নন। অথচ সর্ষের তেলের ঝাঁজেই ত্বক হয় পেলব, কাচের মতো। ঘরোয়া টোটকায় ত্বকের খেয়াল রাখেন অনেকেই। ত্বকের যত্নে ঘরে তৈরি ফেসপ্যাকও ব্যবহার করেন অনেকে। 

সর্ষের তেল, চন্দনগুঁড়ো এবং গোলাপজল

চন্দনগুঁড়ো এবং গোলাপজল রূপচর্চার অতি জনপ্রিয় উপকরণ। এই দু’টির সঙ্গে অল্প করে মিশিয়ে নিন সর্ষের তেল। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

সর্ষের তেল এবং অ্যালো ভেরা জেল

অ্যালো ভেরা জেল রূপচর্চায় কত উপকারী তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে অ্যালো ভেরা জেলের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে নিলে বাড়তি একটা জেল্লা আসবে ত্বকে। এই প্যাকটি মেখে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Oily-Skin:-আয়ুর্বেদের-এই-টোটকায়-কমবে-ত্বকের-তেলতেলে-ভাব Read Next

Oily Skin: আয়ুর্বেদের এই টোটকা...