পুজোর আগে নামমাত্র খরচেই বসার ঘর দেখাবে নতুনের মতো
পুজোর কেনাকাটা প্রায় গুছিয়ে এনেছেন অনেকেই। পুজোয় কোন দিন কোন পোশাক পরবেন, সেটাও ঠিক করে ফেলেছেন কেউ কেউ! তবে কেবল নিজে সাজলেই তো আর হল না! উৎসবের মরসুমে বাড়ির অন্দরসজ্জাতেও বদল আনতে হবে। পুজোর আগে কেনাকাটা কিংবা প্রিয়জনের জন্য উপহার কেনার পর পকেটে বেশ টান পড়ে। তাই বাড়ির সাজগোজের জন্য খুব বেশি খরচ করার আর বাজেট থাকে না।
উৎসবের মরসুমে বাড়িতে আনুন রঙিন ছোঁয়া। সোফার কভার বদলানোর প্রয়োজন নেই, বরং উজ্জ্বল রঙের কয়েকটি কুশন কভার কিনে নিন। পর্দাগুলো বদলে ফেলতে পারেন। বসার ঘরের দেওয়ালে কয়েকটি রংবাহারি ছবি-সহ ফোটোফ্রেম ঝুলিয়ে দিতে পারেন।
ঘরের আসবাবপত্রগুলির একটু স্থানবদল করলেও বাড়ির সাজে নতুনত্ব আসে। নতুন গৃহসজ্জার জিনিস না কিনে পুরনো জিনিসগুলির জায়গা পরিবর্তন করলেই নতুন লাগবে ঘর। বাড়িতে কাঠের আসবাবপত্র থাকলে পুজোর আগে পালিশ করিয়ে নিতে পারেন।
পুজোর আগে আলো দিয়েও বাড়ি সাজিয়ে ফেলতে পারেন। বসার ঘরের জন্য একটি সুন্দর ল্যাম্পশেড কিনতে পারেন। নানা রঙের টুনি দিয়েও বসার ঘর সাজাতে পারেন।