You will be redirected to an external website

Feet Care Tips: গোড়ালি ফাটতে শুরু করেছে?গোড়ালি ফাটার সমস্যা থেকে রেহাই পাবেন কী ভাবে?

Feet-Care-Tips:-গোড়ালি-ফাটতে-শুরু-করেছে?গোড়ালি-ফাটার-সমস্যা-থেকে-রেহাই-পাবেন-কী-ভাবে?

শীতকাল পড়লেই পা ফাটার সমস্যায় ভোগেন অনেকেই

শীতকাল পড়লেই পা ফাটার সমস্যায় ভোগেন অনেকেই। সালোঁয় গিয়ে হোক বা বাড়িতে, শীতকালে পেডিকিয়োর না করলে পা ফাটার সমস্যা থেকে রেহাই পাওয়া মুশকিল। অনেকেই গরম জলে শ্যাম্পু বা গায়ে মাখার তরল সাবান মিশিয়ে পা ভিজিয়ে বাড়িতেই পেডিকিয়োর করে ফেলেন।

১) ছত্রাক সংক্রমণের হাত থেকে রেহাই পেতে: ‘ডায়াবিটিক ফুট’ হোক বা না হোক, পায়ে আঙুলের খাঁজে অনেকেরই ছত্রাক সংক্রমণ হয়। এর ফলে পায়ের দুর্গন্ধও হয়। ভিনিগারে থাকা অ্যাসিড এই ধরনের সংক্রমণ নির্মূল করতে সাহায্য করে। রোজ এক গামলা ঈষদুষ্ণ গরম জলে মিশিয়ে নিন অ্যাপ্‌ল সাইডার ভিনিগার। 

২) পায়ের পাতা ঘেমে যাওয়া রুখতে: পায়ে মোজা না পরলেও পা ঘামে? ঘামযুক্ত পায়ের পাতায় ব্যাক্টেরিয়ার সংক্রমণ হয়। ব্যাক্টেরিয়া ঘটিত সংক্রমণ দূর করতে অ্যাপ্‌ল সাইডার ভিনিগার কাজে আসে।

৩) শুষ্ক ত্বককে আর্দ্র করতে: শীতকালে ফাটা গোড়ালির সমস্যায় ভোগেন না এমন ব্যক্তি পাওয়া ভার। ময়েশ্চারাইজ়র লাগানোর পাশাপাশি ত্বক আর্দ্র রাখাও প্রয়োজন। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Koraishutir-Kochuri:-বেলার-ঝামেলা-ছাড়াই-বানিয়ে-ফেলুন-কড়াইশুটির-কচুরি Read Next

Koraishutir Kochuri: বেলার ঝামেলা ছাড...