You will be redirected to an external website

Skin Care:রোদে ত্বক পুড়ে কালো হয়ে যাচ্ছে? ঘরেই বানিয়ে ফেলুন সানস্ক্রিন

Skin-Care:রোদে-ত্বক-পুড়ে-কালো-হয়ে-যাচ্ছে?-ঘরেই-বানিয়ে-ফেলুন-সানস্ক্রিন

রোদ থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করে থাকেন সানস্ক্রিন

রোদ থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করে থাকেন সানস্ক্রিন। কিন্তু অনেক সময়ই দেখা যায় সানস্ক্রিন মেখেও কোনও কাজ হচ্ছে না। দোকানের কেমিক্যালযুক্ত সানস্ক্রিন ব্যবহার না করে বরং এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সানস্ক্রিন। কীভাবে? রইল টিপস।

যা লাগবে–
৪ কাপ নারকেল তেল
৩ কাপ শিয়া বাটার
১ কাপ তিল তেল বা জোজোবা অয়েল
২ টেবিলচামচ প্রাকৃতিক মোম ( যে কোনও ডিপার্টমেন্ট স্টোরে বা অনলাইনে পাবেন)
১ চা চামচ লাল র‍্যাস্পবেরি সিড অয়েল
১ চাচামচ ক্যারট সিড অয়েল
পরিমাণমতো গোলাপ জল

নারকেল তেল, শিয়া বাটার আর মোম একসঙ্গে গলিয়ে নিন। মোমটা গলতে একটু সময় লাগবে। সব গলে গেলে আঁচ থেকে নামিয়ে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করুন। ঠান্ডা হলে মিশ্রণটা ফ্রিজে ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা মতো রাখুন। তারপর ফ্রিজ থেকে বের করে হ্যান্ড মিক্সার দিয়ে ফেটিয়ে নিন। র‍্যাস্পবেরি সিড অয়েল, ক্যারট সিড অয়েল আর এসেনশিয়াল অয়েলটাও এখনই দিয়ে দিন। খানিকক্ষণ ফেটালে মিশ্রণটা ফুলে উঠবে। আপনার সানস্ক্রিন তৈরি। কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন, ইচ্ছেমতো ব্যবহার করুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

IPL-2024:২-রানের-জন্য-শতরান-হাতছাড়া-রুতুরাজের,-হায়দরাবাদের-বিরুদ্ধে-চেন্নাই-তুলল-২১২-রান Read Next

IPL 2024:২ রানের জন্য শতরান হা...