You will be redirected to an external website

Health Benefits: গরম পড়তেই মাইগ্রেনের সমস্যা বেড়েছে? ভরসা রাখবেন কোন দাওয়াইয়ে?

Health-Benefits:-গরম-পড়তেই-মাইগ্রেনের-সমস্যা-বেড়েছে?-ভরসা-রাখবেন-কোন-দাওয়াইয়ে?

গরম পড়তেই মাইগ্রেনের সমস্যা বেড়েছে

দাওয়াইয়ে তাৎক্ষণিক আরাম পাওয়া গেলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ও বেদনানাশক ওষুধ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। এই সব সমস্যার দাওয়াই হতে পারে অশ্বগন্ধা। এ ছাড়াও বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা— এ সব সমস্যা নিরাময়েও অশ্বগন্ধার কোনও বিকল্প নেই। অশ্বগন্ধায় থাকে অ্যালকালয়েড এবং স্টেরয়ডাল ল্যাক্টোনস্ নামক যৌগ। এ ছাড়াও এতে আছে বিভিন্ন ধরনের অ্যামাইনো এসিড। শরীর চাঙ্গা রাখতে এই ভেষজ কী ভাবে কাজে লাগে, রইল তার হদিস।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। আর তার সঙ্গে লেগে থাকে ভূরিভোজও। গ্যাস, আলসার, পেটব্যথা নিরাময়ে ভীষণ উপকারী অশ্বগন্ধা। গরমের দিনে হজমের সমস্যা থেকে রেহাই পেতেও এই দাওয়াইয়ের উপর ভরসা রাখতে পারেন।

অশ্বগন্ধা দ্রুত শক্তি এনে শরীর চাঙ্গা করে। অশ্বগন্ধার মূল ও পাতা স্নায়ুর বিভিন্ন রোগের উপশমেও কাজে আসে।সর্দি-কাশি, গলাব্যথার সমস্যা থেকে রেহাই পেতে অশ্বগন্ধার মূল গুঁড়ো করে খাওয়া যেতে পারে। ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রেও অশ্বগন্ধা কাজে আসে। শ্বাসকষ্ট থাকলেও এই ভেষজ খেলে উপকার পাবেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Skin-Care-Tips:-মেকআপ-না-করলেও-চকচকে-দেখাবে-ত্বক,যদি-ভরসা-রাখেন-ঘরোয়া-টোটকার-উপর Read Next

Skin Care Tips: মেকআপ না করলেও চকচ...