You will be redirected to an external website

Mint Face Pack: ব্রণ, অত্যধিক সিবাম নিয়ে নাজেহাল? এই পাতা বেটে মুখে মাখলে গরমে পাবেন সতেজতাও

Mint-Face-Pack:-ব্রণ,-অত্যধিক-সিবাম-নিয়ে-নাজেহাল?-এই-পাতা-বেটে-মুখে-মাখলে-গরমে-পাবেন-সতেজতাও

ত্বকের সমস্যা কমাতে পারে পুদিনা পাতা

পুদিনা পাতার জলে চুমুক দিলেই শরীরে মেলে স্বস্তি। ফিরে পান সতেজতা। এই একই রিফ্রেশমেন্ট ত্বকে পেলে কেমন লাগবে? গরমে ত্বকের বেহাল দশা হয়ে রয়েছে। রোদে বেরোলে জ্বলছে ত্বক। তার সঙ্গে মুখে অতিরিক্ত তেল, ব্রণর সমস্যাও রয়েছে। এই অবস্থায় ত্বকের সমস্যা কমাতে পারে পুদিনা পাতা।

কলা ও পুদিনা পাতার ফেসপ্যাক: ভিটামিন, পটাশিয়াম, অ্যামিনো অ্যাসিড ও জিঙ্কে পরিপূর্ণ কলা ত্বককে হাইড্রেট রাখে, ব্রণর সমস্যা কমায়, কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে এবং ত্বককে পুষ্টি জোগায়। কলার সঙ্গে পুদিনা পাতা পেস্ট করে ত্বকে মাখলে ত্বকের স্বাস্থ্য উন্নত হবে। পাবেন উজ্জ্বল ত্বকও। ১/২ পাকা কলার সঙ্গে ১০-১২টা পুদিনা পাতা পেস্ট করে মুখে মাখুন। ১৫-৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি ও পুদিনা পাতার ফেসপ্যাক: মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল, ময়লা পরিষ্কারের পাশাপাশি ব্রণর সমস্যাও কমায়। ১ চামচ মুলতানি মাটির সঙ্গে ১/২ চামচ মধু, ১ চামচ টক দই মিশিয়ে নিন। শেষে ১০-১২টা পুদিনা পাতা বেটে ফেসপ্যাক মিশিয়ে দিন। এই মিশ্রণটি ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

মধু, গোলাপ জল ও পুদিনা পাতার ফেসপ্যাক: স্কিন কেয়ারে গোলাপ জল সবচেয়ে বেশি ব্যবহৃত হ্য। মধু ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বকের টেক্সচার উন্নত করে। অন্যদিকে, পুদিনা পাতা বার্ধক্য ও ব্রণর সমস্যাকে প্রতিরোধ করে। ১৫টা পুদিনা পাতা গোলাপ জল দিয়ে বেটে নিন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Coconut-Water:-সানবার্ন,-ব্রণ,-তৈলাক্ত-ত্বকের-জ্বালায়-অস্থির?-গরমে-দু’বেলা-মুখে-স্প্রে-করুন-ডাব Read Next

Coconut Water: সানবার্ন, ব্রণ, তৈল...