খানিকটা চিনি মিশিয়ে নিলেই চুলে আসবে উৎসবের জেল্লা
চারদিকে উৎসবের মেজাজ। এমন মুখর সময়ে সকলেই নিজেকে নতুন করে সাজাতে ব্যস্ত। কেনাকাটা শেষ। সাজগোজের পরিকল্পনাও করে ফেলেছেন। কিন্তু অফিস, বাড়ি, কেনাকাটা সামলে পার্লারে যাওয়ার সময় পাননি অনেকেই। বাড়িতেই রূপচর্চা করছেন। বিভিন্ন ধরনের প্যাক, নানা প্রসাধনী ব্যবহার করে ত্বকে জেল্লা ফিরলেও চুলের ঔজ্জ্বল্য সহজে পাওয়া যায় না। ঝলমলে চুল পেতে অনেকেই তাই পুজোর মাসখানেক আগে থেকে হেয়ার স্পা, কেরাটিনন নানা রকম ট্রিটমেন্ট করিয়েছেন। কিন্তু এগুলি করানো হয়নি বলে চিন্তা করার কোনও দরকার নেই। চুলে জেল্লা আনতে ভরসা হতে পারে চিনি। শ্যাম্পুর সঙ্গে খানিকটা চিনি মিশিয়ে নিলেই চুলে আসবে উৎসবের জেল্লা।
১) অনেক সময় শ্যাম্পু করার পরও চুলে ঔজ্জ্বল্য আসে না। ১ চামচ চিনির সঙ্গে শ্যাম্পু মিশিয়ে মাখলে চুলে একটা ঝলমলে ভাব আসবে। চুল মসৃণও হবে।
২) কারও কারও ক্ষেত্রে শ্যাম্পু করার পর চুল খুব শুষ্ক হয়ে যায়। শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে চুল হবে আর্দ্র, মসৃণ এবং কোমল।
৩) মজবুত ঘন চুল পেতে কার না ভাল লাগে! কিন্তু প্রচুর পরিমাণে চুল ঝরার কারণে চুল পাতলা হয়ে যায়। শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে চুলে লাগালে চুলের গোড়া ঘন ও মজবুত হয়।