You will be redirected to an external website

Hair Care: বর্ষায় চুলের বেহাল দশা,কাজ হবে এই হেয়ার প্যাকে

Hair-Care:-বর্ষায়-চুলের-বেহাল-দশা,কাজ-হবে-এই-হেয়ার-প্যাকে

বর্ষা আসলেই বাড়ে চুল পড়ার সমস্যাও

বাতাসে আর্দ্রতা বেশী থাকার কারণে চুল চিটচিটে, রুক্ষ হয়ে যায়। বহু নামিদামী প্রসাধনী, হেয়ার ট্রিটমেন্ট করিয়েও অনেকসময়ই কোনও কাজ হয় না। এছাড়াও বর্ষা আসলেই বাড়ে চুল পড়ার সমস্যাও।তবে নামিদামী প্রসাধনীর পিছনে টাকা না খসিয়ে ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। আপনার হাতের কাছেই লুকিয়ে রয়েছে এমন সব জিনিস যার সঠিক ব্যবহার জানলেই কেশবতীর তকমা কেউ রুখতে পারবেন না। তবে হ্যাঁ তার জন্য় জানতে হবে সঠিক ব্যবহার।

নারকেল তেল: 

এই তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড। যা চুলকে পুষ্টি জোগায়, চুলের গোড়া মজবুত করে, চুলের জেল্লে ফেরায়। এখানেই শেষ নয়, চুল পড়া আটকাতেও সাহায্য করে নারকেল তেল।

জিরে: 

জিরায় রয়েছে ভরপুর স্বাস্থ্যগুণ। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ। যা চুলের বৃদ্ধি বাড়ায় ও চুল পড়াকে চিরতরে রুখে দেয়।

নারকেল তেল ও জিরের হেয়ার প্যাক: একটি পাত্রে ৪-৫ চামচ নারকেল তেল নিন। এবার তাতে এক চা-চামচ জিরে ফেলে দিন। মিশ্রণটাকে হালকা গরম করে নিন। ঠান্ডা হয়ে গেলে চুলে মালিশ করে নিন। কয়েকদিন এই অভ্যাস মেনে চললেই হাতেনাতে ফল পাবেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

fasting-recipe:-শ্রাবণের-সোমবারের-উপবাস-সেরে-এই-ভাত-খেতে-পারেন,-সুগারের-রোগীরাও-খেতে-পারেন Read Next

fasting recipe: শ্রাবণের সোমবারের...