You will be redirected to an external website

Mukesh Ambani: কর্মচারীকে ১৫০০ কোটি টাকার বাড়ি উপহার দিলেন মুকেশ অম্বানী!

Mukesh-Ambani:-কর্মচারীকে-১৫০০-কোটি-টাকার-বাড়ি-উপহার-দিলেন-মুকেশ-অম্বানী!

নিজের কর্মচারীকে বাড়ি উপহার দিলেন মুকেশ

এ বার নিজের কর্মচারীকে বাড়ি উপহার দিলেন মুকেশ। বাড়ির মূল্য ১৫০০ কোটি টাকা! দীর্ঘ দিন ধরে মুকেশের সঙ্গে কাজ করেছেন মনোজ মোদী।

অম্বানীর কোটি কোটি টাকার চুক্তিগুলির সাফল্যের পিছনে মনোজের ভূমিকা থাকে অনেকটাই। পুরস্কার হিসাবেই, অম্বানী মনোজকে ২২ তলার একটি বাড়ি উপহার দিয়েছেন মুকেশ। যে-সে জায়গায় নয়, বহুতলটি মুম্বইয়ের নেপিয়ান সি রোডে অবস্থিত।

নেপিয়ান সি রোডে আবাসিক সম্পত্তির দাম সাধারণত প্রতি বর্গফুটে ৪৫ হাজার থেকে ৭০ হাজার টাকা। মুকেশ অম্বানী মনোজকে যে বহুতলটি উপহার দিয়েছেন, তার আয়তন প্রায় ১.৭ লক্ষ বর্গফুট।

রিলায়েন্স জিয়োর ডিরেক্টর মনোজ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দিন ধরে কাজ করেছেন। তাঁর নতুন বাসভবনটির নাম ‘বৃন্দাবন’। উল্লেখযোগ্য ভাবে জেএসডব্লিউ গোষ্ঠীর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দালও নেপিয়ান সি রোডেই থাকেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

সপ্তাহে-পরপর-৩-দিন-ছুটি,-শীতল-হাওয়ার-স্পর্শ-পেতে-পাড়ি-দিতে-পারেন-মেঘালয়ের-শৈলশহর-শিলংয়ে Read Next

সপ্তাহে পরপর ৩ দিন ছুটি, ...