You will be redirected to an external website

Sikkim: পর্যটকদের জন্য খুলে গেল নাথু লা ও ছাঙ্গু লেক,ঘুরে আসতে পারেন বাবা মন্দিরও

Sikkim:-পর্যটকদের-জন্য-খুলে-গেল-নাথু-লা-ও-ছাঙ্গু-লেক,ঘুরে-আসতে-পারেন-বাবা-মন্দিরও

পর্যটকদের জন্য খুলে গেল নাথু লা ও ছাঙ্গু লেক

পুজোর আগে সিকিম বিপর্যয়ে ঘুম উড়ছিল বাঙালির। সিকিমে পুজোর ছুটি কাটানোর পরিকল্পনা রাতারাতি ভেস্তে গিয়েছিল তিস্তার হড়পা বানে। এই মুহূর্তে উত্তর সিকিম বেড়াতে যাওয়া যে সম্ভব নয়, তা জানিয়ে দেওয়া হয়েছিল সিকিম সরকারের তরফ থেকে। পাশাপাশি বহু পর্যটক আটকে ছিলেন লাচুং-লাচেনের মতো পর্যটন কেন্দ্রে। তবে, পুজোর আগেই পর্যটকদের সুখবর দিল সিকিম। গত ১৭ অক্টোবর থেকে নাথু লা ও ছাঙ্গু লেক যাওয়ার জন্য পারমিট দেওয়া শুরু হয়েছে। 

পুজোর সময় বাঙালি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় দার্জিলিং, কালিম্পং ও সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্র। প্রায় ৭০ শতাংশ বুকিংও থাকে পুজোর মরশুমে। কিন্তু এ বছর পুজোর দু’সপ্তাহ আগে সিকিম যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, তাতে বদলে গিয়েছে অনেক কিছু। প্রাকৃতিক বিপর্যয়ে সিকিমের পর্যটন মানচিত্র থেকে মুছে গিয়েছে অনেক গ্রাম। প্রাকৃতিক বিপর্যয়ের খবর দেখে অনেকেই বাতিল করে দেন সিকিম ভ্রমণ।

উত্তর সিকিম আপাতত পর্যটকদের জন্য বন্ধই রয়েছে। অর্থাৎ লাচুং-লাচেনের পরিকল্পনা থাকলে, তা আপনাকে বাতিল করতে হবে। তবে, নাথু লা ও ছাঙ্গু লেক বেড়াতে যাওয়ার পারমিট পেয়ে যাবেন। গ্যাংটক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ছাঙ্গু। ছাঙ্গু লেক থেকে আরও প্রায় ১৭ কিলোমিটার গেলে নাথু লা। ১৪.২৫০ ফুট উচ্চতায় অবস্থিত নাথু লা ভারত-চিনা সীমান্তে অবস্থিত।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Durga-Puja-2023:-চুলে-চ়টজলদি-জেল্লা-আনতে-শ্যাম্পুর-সঙ্গে-কী-মিশিয়ে-নেবেন? Read Next

Durga Puja 2023: চুলে চ়টজলদি জেল্...