You will be redirected to an external website

Tan Removing Pack:রোদে ভাজা পায়ের পাতা আর ত্বক?পায়ের পোড়া দাগ উঠবে কী ভাবে?

Tan-Removing-Pack:রোদে-ভাজা-পায়ের-পাতা-আর-ত্বক?পায়ের-পোড়া-দাগ-উঠবে-কী-ভাবে?

শুধু মুখ বা হাত নয় পায়ের পাতাতেও ট্যান পড়ে

গরম পড়তে না পড়তেই রোদের তেজ বাড়তে শুরু করেছে। ঘর থেকে বাইরে না বেরিয়ে তো থাকতে পারবেন না। দিনের বেলা স্কুল, কলেজ, বাজার যেখানেই যান না কেন রোদ লাগবেই। রোদ লেগে কিন্তু শুধু মুখ বা হাত নয়, পায়ের পাতাতেও ট্যান পড়ে। পায়ের পাতা থেকে রোদে পোড়া দাগ সহজে তোলার ঘরোয়া টোটকা রইল এখানে।

ঘরোয়া কোন কোন উপাদান দিয়ে প্যাক বানাবেন?

১) কাঁচা হলুদ: ১ চা চামচ

২) মুসুর ডাল বাটা বা বেসন: ১ টেবিল চামচ

৩) টকদই: ১ টেবিল চামচ

৪) পাতিলেবুর রস: ১ চা চামচ

৫) মধু: ১ চা চামচ

প্রথমে একটি বাটিতে সমস্ত উপকরণ নিয়ে ভাল করে মিশিয়ে নিন। স্নানের আগে দুটি পায়ের পাতায় মেখে রাখুন। কিন্তু খেয়াল রাখবেন যেন পুরোপুরি শুকিয়ে না যায়। অর্ধেক শুকনো হলেই জল দিয়ে ধুয়ে ফেলুন। তার পর বাইরে বেরোতে হলে সানস্ক্রিন মাখতে কিন্তু ভুলবেন না।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Fish-Curry:দুধ-কাতলা-খেয়েছেন-কখনও?-রইল-মায়ের-হাতের-রান্না... Read Next

Fish Curry:দুধ কাতলা খেয়েছেন কখ...