এবার নিজের হাতে বানানো বডি লোশন ব্যবহার করে দেখুন
শীতকালে ত্বক শুকিয়ে যায়। আর্দ্রতা অভাবে চামড়ায় টান পড়ে। ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বকের উপর খড়ি ফুটতে থাকে। শীতকালে কমবেশি সকলকেই এই সমস্যার মুখোমুখি হতে হয়।বাজারে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায়। হাত-পায়ের যত্ন নেওয়ার জন্য বডি লোশন ব্যবহার করা উচিত। বডি লোশনের টেক্সচার মুখের মাখার ক্রিমের থেকে একটু আলাদা হয়।বাজারচলতি বডি লোশন ত্বকের উপর দীর্ঘস্থায়ী হয় না। একবার হাত ধুলেই ময়েশ্চারাইজার উঠে চলে যায়। তাছাড়া বাজারচলতি বডি লোশন রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয়, যা আপনার ত্বকের জন্য উপকার নাও হতে পারে।
হাতের কাছে যদি অ্যালোভেরা, ভিটামিন ই ক্যাপসুল, নারকেল তেল ও আমন্ড অয়েল থাকে, এগুলো দিয়েই আপনি বডি লোশন বানিয়ে নিতে পারবেন। এতে ত্বকের আর্দ্রভাবও বজায় থাকবে এবং ১ টাকাও খরচ হবে না।১/২ কাপ করে নারকেল তেল ও আমন্ড অয়েল নিন। এতে ১ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। শেষে এতে ১টা ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েল মেশান ৫ ফোঁটা।উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে ভাল করে ফেটিয়ে নিন। আপনি ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এবার এটি কাচের শিশিতে ভরে রাখুন এই হোমমেড বডি লোশন।
স্নান সেরে গোটা শরীরে আপনি এই হোমমেড বডি লোশন মাখতে পারেন। নারকেল তেল ও আমন্ড অয়েল আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।অ্যালোভেরা জেল ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এছাড়া এসেনশিয়াল অয়েল ত্বকের প্রদাহ কমাবে। ভিটামিন ই অয়েল ত্বকের স্বাস্থ্য উন্নত করে তুলবে।