You will be redirected to an external website

Weight loss Smoothie: ওজন কমাতে ম্যাজিকের মতো কাজ করে স্মুদি, রইল রেসিপি

Weight-loss-Smoothie:-ওজন-কমাতে-ম্যাজিকের-মতো-কাজ-করে-স্মুদি,-রইল-রেসিপি

বর্তমানে অনেক মানুষই বেশ স্বাস্থ্য সচেতন

বর্তমানে অনেক মানুষই বেশ স্বাস্থ্য সচেতন। শরীরচর্চার পাশাপাশি তাই বিশেষ নজর দেন ডায়েটে।আর স্বাস্থ্য সচেতন মানুষদের অন্যতম ভরসা স্মুদি। এই স্বাস্থ্যকর পানীয় আজকাল ভীষণই ট্রেন্ডিং।ওজন ঝরাতে ও শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই স্মুদি। জেনে নিন কিছু উপকারি স্মুদির রেসিপি...

এই স্মুদি বানাতে লাগবে কলা, স্ট্রবেরি, ইয়োগার্ট, দুধ ও ভ্যানিলা এসেন্স। এই সব উপাদানগুলি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিন।এছাড়া খেতে পারেন আনারস, কমলালেবু, কলা ও আনারসের স্মুদি। গ্রিক ইয়োগার্টের সঙ্গে এই ফলগুলি মিশিয়ে স্মুদি বানিয়ে নিন।ওজন কমাতে বেশ কার্যকরী গ্রিন স্মুদি। এটি বানাতে লাগবে কচি পালং শাক, নারকেলের দুধ ও ভ্যানিলা এসেন্স।পালং শাক পেস্ট করে নিয়ে তাতে নারকেলের দুধ যোগ করুন। শেষে ভ্যানিলা এসেন্স যোগ করে পুরোটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই তৈরি গ্রিন স্মুদি।এছাড়াও খেতে পারেন দুধ হলুদ স্মুদি। দুধের সঙ্গে গ্রিক ইয়োগার্ট ও হলুদ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে এই স্মুদি।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

healthy-malpoya:-মিষ্টি-খাওয়ার-শখ-হয়েছে?-স্বাস্থ্যকর-মালপোয়া-বানালে-কেমন-হয়? Read Next

healthy malpoya: মিষ্টি খাওয়ার শখ হ...