You will be redirected to an external website

Low Calorie Food: ক্যালোরিকে ফাঁকি দিতে ডায়েটে রাখুন ৫ খাবার,মোটা হওয়ার ভয় নেই

Low-Calorie-Food:-ক্যালোরিকে-ফাঁকি-দিতে-ডায়েটে-রাখুন-৫-খাবার,মোটা-হওয়ার-ভয়-নেই

ওজন নিয়ন্ত্রণে রাখতে পুষ্টিবিদেরা ক্যালোরি মেপে খেতে বলেন

ওজন নিয়ন্ত্রণে রাখতে পুষ্টিবিদেরা ক্যালোরি মেপে খেতে বলেন। ডায়েট করলেও ভুল খাবার নির্বাচনের জন্য ওজন কমে না। অনেকে আবার না খেয়েই ওজন কমানোর চেষ্টা করেন। সেই পন্থাও শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। খাওয়াদাওয়া হোক ক্যালোরি মেপে। জেনে নিন কোন সব্জিতে ক্যালোরির মাত্রা কম।

গাজর: ১০০ গ্রাম গাজর রোজকার ভিটামিন এ-র চাহিদা পুরোপুরি মিটিয়ে দেয়। কাঁচা গাজর স্যালাডের সঙ্গে খেলে রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে। ১২০ গ্রাম গাজর থেকে মাত্র ৫০ ক্যালোরি পাওয়া যায়।

টোম্যাটো: টোম্যাটোতে রয়েছে ভরপুর ভিটামিন। প্রতি ১০০ গ্রাম টোম্যাটোতে ক্যালোরির পরিমাণ ১৮। তা ছাড়া এতে রয়েছে লাইকোপিন যা ক্যানসার প্রতিরোধ করে এবং হার্ট ভাল রাখে। টোম্যাটোর মধ্যে প্রচুর পরিমাণ সলিউবল ও ইনসলিউবল ফাইবার থাকে।

শসা: ওজন কমাতে লো ক্যালোরি ডায়েটের তালিকায় প্রথম সারিতেই রাখা হয় শসা। ওবেসিটি হোক বা ডায়বিটিস, যে কোনও রোগে চিকিৎসকেরা শশা খাওয়ারই নিদান দেন।

তরমুজ: ওজন কমানোর ডায়েটে এই ফল রাখতে পারেন। প্রতি ১০০ গ্রাম তরমুজে ক্যালোরি কাউন্ট ৩০। তা ছাড়া এতে ৯২ শতাংশ জলীয় উপাদান থাকে। নিয়মিত তরমুজ খেলে ডিহাইড্রেশনের সমস্যাও দূর হয়।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Skin-Care-Tips:-ত্বক-জেল্লাহীন-দেখাচ্ছে?-দামি-প্রসাধনী-নয়,-কাঁচা-দুধেই-রাখতে-পারেন-ভরসা Read Next

Skin Care Tips: ত্বক জেল্লাহীন দে...