ত্বকের কোন সমস্যার সমাধান করতে পারে ওট্স
ত্বকের কোন সমস্যার সমাধান করতে পারে ওট্স? এই সমস্যা কমবে ওট্সের গুণে। শুধু জানতে হবে ওট্স ব্যবহার করার কায়দা। তবে এই খাদ্যে আছে ভরপুর অ্যান্টি-অক্সিড্যান্ট। সেটাই ত্বকে পুষ্টি জোগায়। মসৃণ হয় ত্বক।
ত্বকে তেল, ময়লা জমে থাকলে ব্রণ হওয়ার আশঙ্কা বাড়ে। ওট্সের মধ্যে আছে প্রাকৃতিক ক্লিনজার। স্যাপোনিনস নামের সেই রাসায়নিকের গুণে ত্বকের সব ময়লা সাফ হয় সামান্য ওট্স মাখলেই। ফলে ব্রণ হওয়ার আশঙ্কাও কমবে।
তেল, ময়লা জমে রোমকূপ বন্ধ হতে শুরু করলে ব্রণর মতোই ব্ল্যাকহেডসের সমস্যাও বাড়ে। ওট্স ত্বকের উপর জমে থাকা মৃত কোষ সরাতে সক্ষম। এতে উপস্থিত স্যাপোনিনস মুখ পরিষ্কার করে। তাতেই কমে ব্ল্যাকহেডসের সমস্যা।
একটি পাত্রে কয়েক চামচ ওট্স নিন। তার মধ্যে জল ঢালুন। এ বার ভাল করে ফোটাতে থাকুন। ওট্স সেদ্ধ হয়ে এলে কয়েক কুচি টম্যোটো দিয়ে ফোটান।
একটি থকথকে মিশ্রণ তৈরি হলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিন। ঠান্ডা মিশ্রণটি মুখে মাখুন। মিনিট কুড়ি রেখে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত এই মাস্ক লাগালে অনেক সমস্যা দূর হবে।