You will be redirected to an external website

Weight Loss Tips: ওজন কমাতে চান? রোজের পাতে রাখতে পারেন পাহাড়ি রায়তা

Weight-Loss-Tips:-ওজন-কমাতে-চান?-রোজের-পাতে-রাখতে-পারেন-পাহাড়ি-রায়তা

রোজের পাতে রাখতে পারেন পাহাড়ি রায়তা

গরম কমেছে। তাপপ্রবাহের বদলে মাঝেমাঝেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তা সত্ত্বেও অস্বস্তি কিন্তু কমেনি। বাইরে বেরোলেই তা টের পাওয়া যাচ্ছে। বর্ষাকালেও বাতাসে আর্দ্রতার পরিমাণ একটুও কমেনি। ফলে গরমের হাত থেকে বাঁচতে অনেকেই ভরসা রাখছেন আইসক্রিম, নরম পানীয়ের উপর। এতে সাময়িক ভাবে স্বস্তি পাওয়া গেলেও এই ধরনের খাবারে ওজন বেড়ে যেতে পারে। তাই যতটা সম্ভব এগুলি এড়িয়ে চলাই জরুরি।তবে শুধু দই খেতে সব সময়ে ভাল লাগতে না-ও পারে। সে ক্ষেত্রে টক দই আর শসা দিয়ে বানিয়ে নিতে পারেন পাহাড়ি রায়তা।

পাহাড়ি রায়তা ওজন কমানোর জন্যও দারুণ উপকারী। রোগা হতে যাঁরা চাইছেন, রোজের পাতে রাখতে পারেন এই রায়তা। বাড়তি মেদ ঝরে গিয়ে ছিপছিপে হবে শরীর। কী ভাবে বানাবেন এই বিশেষ রায়তা?

রায়তা বানাতে প্রয়োজন দই, শসা, ধনেপাতা, জিরে গুঁড়ো, হলুদ, রসুন, কাঁচা লঙ্কা, নুন আর সর্ষে। প্রথমে কাঁচালঙ্কা, রসুন আর সর্ষে একসঙ্গে বেটে থকথকে একটি মিশ্রণ বানিয়ে নিন। এ বার অন্য একটি পাত্রে অনেকটা দই, শসা কুচি, ধনেপাতা, জিরে গুঁড়ো আর সর্ষের মিশ্রণটি দিয়ে একসঙ্গে ফেটিয়ে নিলেই তৈরি পাহাড়ি রায়তা। বিরিয়ানি হোক কিংবা পরোটা, সঙ্গে রাখতে পারেন এই রায়তা। এই রায়তা বেশ সুস্বাদু হয়। ফলে শুধুও খাওয়া যেতে পারে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Monsoon-Skin-Care:-বর্ষাকালেও-ত্বক-হোক-ঝলমলে,কেমন-হবে-রোজের-রূপরুটিন? Read Next

Monsoon Skin Care: বর্ষাকালেও ত্বক ...