You will be redirected to an external website

জন ঝরানোর ইচ্ছে থাকলেও পরিশ্রম করতে নারাজ? পরিশ্রম ছাড়াই ঝরবে ওজন...

জন-ঝরানোর-ইচ্ছে-থাকলেও-পরিশ্রম-করতে-নারাজ?-পরিশ্রম-ছাড়াই-ঝরবে-ওজন...

জন ঝরানোর ইচ্ছে থাকলেও পরিশ্রম করতে নারাজ

কেবল সুন্দর দেখাবে বলেই নয়, রোগবালাইয়ের ঝুঁকি কমাতেও ওজন কমানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। হাঁটুর ব্যথা থেকে ডায়াবিটিস, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা থেকে লিভারের সমস্যা এড়াতে বাড়তি ওজন বশে রাখা জরুরি। ওজন ঝরাতে চাইলেও কেউ সময়ের অভাবে, কেউ আবার অনীহার কারণে শরীরচর্চা এড়িয়ে চলেন। ওজন ঝরানোর ইচ্ছে থাকলেও পরিশ্রম করতে নারাজ? 

পরিমাণ বুঝে খাওয়া: ওজন ঝরাতে অনেকেই না খেয়ে থাকেন। এই অভ্যাস স্বাস্থ্যকর নয়। সবই খান তবে পরিমাণ বুঝে। বড় থালা ও বাটির বদল ছোট থালা-বাটি ব্যবহার করন।

ফাইবারজাতীয় খাবার: রোজের ডায়েটে বেশি করে ফাইবারসমৃদ্ধ খাবার রাখুন। ফল, শাকসব্জি, ড্রাই ফ্রুট্‌স, গ্রিক ইয়োগার্ট বেশি করে খেতে হবে। এর ফলে পেটও ভরা থাকে আর হজমও ভাল হয়।

জল খাওয়া: পুষ্টিবিদেরা রোজ নিয়ম করে আড়াই থেকে তিন লিটার জল খাওয়ার পরামর্শ দিলেও অনেকেই সেই নিয়ম মানেন না। ওজন নিয়ন্ত্রণে রাখতে ঘন ঘন জল খাওয়ার অভ্যাস করুন। ভাজাভুজি খাওয়ার ইচ্ছে হলেই জল খেয়ে নিন। এতে ভুলভাল খাওয়ার ইচ্ছে কমবে।

অন্যান্য শারীরির ক্রিয়াকলাপে নজর: ওজন কমাতে নিয়মিত শরীরচর্চা করা জরুরি। কিন্তু সেই সময় না পেলেও নিয়ম করে হাঁটাচলা করতে হবে। এই যেমন অফিসে লিফ্‌টে না উঠে সিঁড়ি ভেঙে উঠলেন, ঘরের টুকিটাকি জিনিস অনলাইনে না কিনে খানিক হেঁটে গিয়ে মোড়ের দোকান থেকে নিয়ে এলেন। জিমে যাওয়া শরীরচর্চা করার একমাত্র পথ নয়। তার বদলে নাচ করতে পারেন, সাঁতার কাটতে পারেন, সাইকেল চালাতে পারেন— তাতেও ওজন কমে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Turmeric-Cream:-শীত-আসার-আগে-চামড়ায়-টান-পড়ছে?-হলুদকে-ব্যবহার-করতে-পারেন-ফেস-ক্রিম-হিসেবে Read Next

Turmeric Cream: শীত আসার আগে চামড়া...