You will be redirected to an external website

Beer for Hair: গলায় না ঢেলে মাথায় ঢালুন ক্রাফট বিয়ার, চুল হয়ে উঠবে ঝলমলে

Beer-for-Hair:-গলায়-না-ঢেলে-মাথায়-ঢালুন-ক্রাফট-বিয়ার,-চুল-হয়ে-উঠবে-ঝলমলে

গলায় না ঢেলে মাথায় ঢালুন ক্রাফট বিয়ার

 চুলের দেখভাল করার ক্ষেত্রে যে কোনও নামীদামি শ্যাম্পুকে টেক্কা দিতে পারে বিয়ার। চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে বিয়ার। চুলের ফ্রিজিনেস দূর করার থেকে শুরু করে স্বাস্থ্যোজ্জ্ব‌ল চুল পেতে সাহায্য করে এই পানীয়। বিয়ারের মধ্যে সিলিকা নামের একটি মিনারেল রয়েছে, যা চুলের স্বাস্থ্যের জন্য উপযোগী। চুলে কীভাবে বিয়ার ব্যবহার করবেন, দেখে নিন।

বিয়ার ও ডিমের হেয়ার মাস্ক: রুক্ষ চুলের যত্নে ব্যবহার করতে পারেন বিয়ার ও ডিমের হেয়ার মাস্ক। এক কাপ বিয়ার নিন। এর সঙ্গে ২টো ডিমের কুসুম মিশিয়ে নিন। এই হেয়ার মাস্ক ভেজা চুলে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ পরে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এতেই ফিরবে চুলের হাল।

কন্ডিশনার: শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করতেই হয়। বাজারচলতি কন্ডিশনার ব্যবহারের বদলে এক গ্লাস বিয়ার মাথায় ঢেলে ফেলুন। তারপর হালকা হাতে মালিশ করুন। ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

বিয়ার, কলা ও মধুর হেয়ার মাস্ক: একটা পাকা কলা চটকে মেখে নিন। এবার এতে ২ চা চামচ মধু ও ১ কাপ বিয়ার মিশিয়ে দিন। তৈরি হোমমেড হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক চুলের আর্দ্রতা জোগাতে এবং নরম ও কোমল করে তুলতে সাহায্য করে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Mint-for-Acne:-ব্রণতে-মুখ-পুড়ছে?-এই-পাতা-বেটে-মাখলেই-ফিরবে-ত্বকের-হাল Read Next

Mint for Acne: ব্রণতে মুখ পুড়ছে? এ...